User:Subol/First Meeting in L4C

From WikiEducator
Jump to: navigation, search

খুলনায় L4C কর্মশালা

স্থান: রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্র, ফারাজীপাড়া, খুলনা, বাংলাদেশ
সময়: বিকেল ৪.০০ টা
তারিখ: ২৯ মে ২০০৯

সভাপতি: মো. আ. হালিম
সঞ্চালক: অনিল প্রসাদ

সভায় উপস্থিত ব্যক্তিবর্গ:

  1. এম. এ. হালিম, রূপান্তর
  2. কুন্তল বরণ মন্ডল
  3. সুতপা বেদজ্ঞ, রূপান্তর
  4. কৌশিক দে বাপী,
  5. প্রবীর বিশ্বাস, রূপান্তর,
  6. কাজী মফিজুর রহমান, রূপান্তর,
  7. রহিমা বেগম, আমরক সোসাইটি,
  8. তৌহিদুল আলম, কোস্ট ট্রাস্ট,
  9. সাইফুদ্দিন রনি, আমরক সোসাইটি,
  10. শুভ্র ইসলাম, রূপান্তর,
  11. মাকসুদা আক্তার, আমরক সোসাইটি,
  12. শফিকুল শেখ, আমাদের গ্রাম,
  13. সুবল ঘোষ টুটুল, রূপান্তর,


সভায় গৃহীত সিদ্ধান্তবলী:

  • সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, উইকি এডুকেটর-এর বাংলাদেশ চ্যাপ্টার-এর কাজ শুরুর লক্ষ্যে আজকের সভায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

কমিটি হবে নিম্নরূপ-


  1. এম. এ. হালিম, রূপান্তর আহ্বায়ক
  2. কুন্তল বরণ মন্ডল যুগ্ম-আহ্বায়ক
  3. সুতপা বেদজ্ঞ, রূপান্তর যুগ্ম-আহ্বায়ক
  4. কৌশিক দে বাপী সদস্য,
  5. প্রবীর বিশ্বাস, রূপান্তর সদস্য,
  6. কাজী মফিজুর রহমান, রূপান্তর সদস্য,
  7. রহিমা বেগম, আমরক সোসাইটি সদস্য,
  8. তৌহিদুল আলম, কোস্ট ট্রাস্ট সদস্য,
  9. সাইফুদ্দিন রনি, আমরক সোসাইটি সদস্য,
  10. শুভ্র ইসলাম, রূপান্তর সদস্য,
  11. মাকসুদা আক্তার, আমরক সোসাইটি সদস্য,
  12. শফিকুল শেখ, আমাদের গ্রাম সদস্য,
  13. সুবল ঘোষ টুটুল, রূপান্তর সদস্য,
  • সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, উইকি এডুকেটর-এর বাংলাদেশ চ্যাপ্টার-এর এ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ দ্রুত এ দেশে উইকি এডুকেটর-এর ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করবেন।
  • সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে, উইকি এডুকেটর-এর বাংলাদেশ চ্যাপ্টার-এর এ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ নিয়মিত সভায় মিলিত হয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করেবন।
  • সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে, উইকি এডুকেটর-এর বাংলাদেশ চ্যাপ্টার-এর এ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ কাজের প্রয়োজনে নিয়মিত টেলি কনফারেন্স করে স্ব স্ব কাজের অগ্রগিত অন্যদের সাথে শেয়ার করবেন।
  • সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে, উইকি এডুকেটর-এর বাংলাদেশ চ্যাপ্টার-এর এ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ তাদের নিজ নিজ উইকি এডুকেটর-এর পাতাটি সম্পূর্ণ করার উদ্যোগ গ্রহণ করবেন।