User:Subol/First Meeting in L4C
From WikiEducator
খুলনায় L4C কর্মশালা
স্থান: রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্র, ফারাজীপাড়া, খুলনা, বাংলাদেশ
সময়: বিকেল ৪.০০ টা
তারিখ: ২৯ মে ২০০৯
সভাপতি: মো. আ. হালিম
সঞ্চালক: অনিল প্রসাদ
সভায় উপস্থিত ব্যক্তিবর্গ:
- এম. এ. হালিম, রূপান্তর
- কুন্তল বরণ মন্ডল
- সুতপা বেদজ্ঞ, রূপান্তর
- কৌশিক দে বাপী,
- প্রবীর বিশ্বাস, রূপান্তর,
- কাজী মফিজুর রহমান, রূপান্তর,
- রহিমা বেগম, আমরক সোসাইটি,
- তৌহিদুল আলম, কোস্ট ট্রাস্ট,
- সাইফুদ্দিন রনি, আমরক সোসাইটি,
- শুভ্র ইসলাম, রূপান্তর,
- মাকসুদা আক্তার, আমরক সোসাইটি,
- শফিকুল শেখ, আমাদের গ্রাম,
- সুবল ঘোষ টুটুল, রূপান্তর,
সভায় গৃহীত সিদ্ধান্তবলী:
- সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, উইকি এডুকেটর-এর বাংলাদেশ চ্যাপ্টার-এর কাজ শুরুর লক্ষ্যে আজকের সভায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
কমিটি হবে নিম্নরূপ-
- এম. এ. হালিম, রূপান্তর আহ্বায়ক
- কুন্তল বরণ মন্ডল যুগ্ম-আহ্বায়ক
- সুতপা বেদজ্ঞ, রূপান্তর যুগ্ম-আহ্বায়ক
- কৌশিক দে বাপী সদস্য,
- প্রবীর বিশ্বাস, রূপান্তর সদস্য,
- কাজী মফিজুর রহমান, রূপান্তর সদস্য,
- রহিমা বেগম, আমরক সোসাইটি সদস্য,
- তৌহিদুল আলম, কোস্ট ট্রাস্ট সদস্য,
- সাইফুদ্দিন রনি, আমরক সোসাইটি সদস্য,
- শুভ্র ইসলাম, রূপান্তর সদস্য,
- মাকসুদা আক্তার, আমরক সোসাইটি সদস্য,
- শফিকুল শেখ, আমাদের গ্রাম সদস্য,
- সুবল ঘোষ টুটুল, রূপান্তর সদস্য,
- সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, উইকি এডুকেটর-এর বাংলাদেশ চ্যাপ্টার-এর এ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ দ্রুত এ দেশে উইকি এডুকেটর-এর ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করবেন।
- সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে, উইকি এডুকেটর-এর বাংলাদেশ চ্যাপ্টার-এর এ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ নিয়মিত সভায় মিলিত হয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করেবন।
- সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে, উইকি এডুকেটর-এর বাংলাদেশ চ্যাপ্টার-এর এ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ কাজের প্রয়োজনে নিয়মিত টেলি কনফারেন্স করে স্ব স্ব কাজের অগ্রগিত অন্যদের সাথে শেয়ার করবেন।
- সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে, উইকি এডুকেটর-এর বাংলাদেশ চ্যাপ্টার-এর এ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ তাদের নিজ নিজ উইকি এডুকেটর-এর পাতাটি সম্পূর্ণ করার উদ্যোগ গ্রহণ করবেন।