User:Koushik dey

From WikiEducator
Jump to: navigation, search
Road Works.svg Work in progress, expect frequent changes. Help and feedback is welcome. See discussion page. Road Works.svg
Contact-new.svg Koushik Dey
Koushik.jpg
Website:[/http://www.bapibk.webs.com]
Blog:www.facebook.com
Employer:Daily Amadershomoy & INB

[/http://www.amadershomoy.com]

[/http://www.inbworld.net]
Occupation:service
Other roles:I also member of khulna jurnalist union and Khulna press club.
Nationality:Bangladeshi
Languages:Bangla
Country:Bangladesh
Flag of Bangladesh.jpg
email
Certificate orange.svg
This user was certified a Wiki Apprentice Level 2 by Anil Prasad .
Face-smile-big.svg
This user is a WikiNeighbour
for WikiEducator.
bn This user is a native speaker of Bangla


Notes from my WikiNeighbours

  • প্রিয় কৌশিক, তোমার পৃষ্ঠাটা খুবই সুন্দর। এটা আরো ভাল করার সুযোগ আছে কিন্তু। সময় পেলে এ পৃষ্ঠাটার উন্নয়নে কিছু কিছু কাজ করলে আরো ভাল লাগবে।. --Abdul Halim

Thumb

EID Greetings.jpg

Shaorod Shuvechchha.jpg

'About Me'


at time of my friends cercle

My name is koushik dey. I live in khulna south-west of Bangladesh. I working with Media interesting fled is Human right, Politces, enverment. I am a reporter of our national Bangla Daily Amadershomoy & news egency indepth news of Bangladesh (inb). I am also new comer of the site. So My coming friends you may any comment to biuld up me.

link

[/http://www.wikieducator.org/WikiEducator:About/]

Rupantar in a NGO,[1]

My own web pls.viste [2]

participent list [3]

My sandbox

  1. My hobby
    1. Reading
    2. Writing
    3. Networking
      1. My job
  2. Khulna coresspondet, Daily Amadershomoy
  3. Staff reporter, INB

My hobby is Writing and reading. Netwoking all of my friend by online also my another hobby.

Video media:L4C60-KHULNA.mp3

MY REPORT

খুলনায় আবারও রাজনৈতিক হত্যাকাণ্ড শুরু

কয়েক বছর বন্ধ থাকার পর মহানগরী খুলনায় আবারও রাজনৈতিক গুপ্ত হত্যা শুরু হয়েছে। যার সর্বশেষ শিকার কেন্দ্রীয় যুবলীগ নেতা ও কেসিসি’র ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথার। যে কারনে নগরবাসী আছে আতংকে। কেননা খুলনা এক সময়ে ছিল খুনের নগরী। এ ঘটনায় রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে আতংক বিরাজ করছে। অভিজ্ঞমহল মনে করছে অতীতের চাঞ্চল্যকর হত্যাগুলোর সঠিক তদন্ত ও বিচার না হওয়ায় এ ঘটনার আবার পুনারাবৃত্তি ঘটেছে। ’৯০-এর দশক থেকে এ পর্যন্ত প্রায় দেড় ডজন রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যাকাণ্ডের শিকার হলেও নেপথ্যের গডফাদাররা শাস্তি পায় নি। প্রত্যেকটি হত্যাকাণ্ডের পর বিচারের জোরালো দাবি উঠলেও সময়ের ব্যাবধানে তা দিনে দিনে ঝিমিয়ে পড়ে। ফলে হয়না সুষ্ঠু বিচার। আর নিহতদের স্বজনরা সারা জীবন বয়ে বেড়ায় দুঃসহ স্মৃতি নিয়ে। কেননা স্বজন হারা বেদনা তারাই বোঝে যাদের স্বজন হারিয়েছে। এমনকি কোনো কোনো পরিবারের সাজানো সংসার একটি হত্যাকাণ্ডের জন্য তছনছ হয়ে যায়। ১৯৯২ সালের ৩১ জুলাই খুলনা কালেক্টরেট অফিসের সামনে দিন দুপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন সিপিবি’র প্রবীন নেতা অকৃতদার কমরেড রতন সেন। তার আগে ওই বছর ২৫ মার্চ সন্ধ্যায় নগরীর শান্তিধাম মোড়ে রাজনৈতিক সহিংসতার শিকার হন শিবির নেতা আমিনুল ইসলাম বিমান। যদিও এহত্যাকাণ্ডটি গুপ্ত হত্যা ছিলনা। এর পর ১৯৯৩-এর ২০ সেপ্টেম্বর খুলনার বিএল কলেজে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে নিহত হয় শিবির নেতা মুন্সী আব্দুল হালিম ও শেখ রহমত আলী। একই দিন খুলনা আলিয়া মাদ্রসায় নিহত হয় এতিম আমান উল্লাহ। ১৯৯৪-এর ২৩ অক্টোবর খুলনা সিটি কলেজে শিবির ও ছাত্রদলের মধ্যে অপর এক সংঘর্ষে নিহত হয় শিবির নেতা আবুল কাশেম পাঠান। পরবর্তীতে ৯৫’এর ২৫ ফেব্র“য়ারী মাগরিবের নামাজের আগে নগরীর পাওয়ার হাউজ মোড় মোমিন বস্ত্রালয়ের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আওয়ামীলীগ নেতা ও তৎকালীন ১৫ নং ওয়ার্ড কমিশনার মোসলেম উদ্দিন খান। তার পরের দিন সকালে বিএল কলেজের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তৎকালীন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ চৌধুরী। একই বছরের ২৫ এপ্রিল দুপুরে নগরীর খুলনা থানার অদূরে বেসিক ব্যাংকের সামনে ড্রাইভার মিকাইলসহ অস্ত্রধারীদের হাতে নিহত হন তৎকালীন মহানগর জাতীয় পার্টির সাধরাণ সম্পাদক শেখ আবুল কাশেম। এর পর ৯৭’এর ২২আগস্ট সকালে নগরীর বানরগাতি বাজারে নিজ বাস ভবনের অদূরে সন্ত্রাসীরা বোমা হামলা ও গুলি করে হত্যা করে সাবেক ডেপুটি মেয়র ও বিএনপি নেতা ইকতিয়ার উদ্দিন বাবলুকে। একই বছরের ১৭ নভেম্বর রাতে দৌলতপুর লঞ্চঘাটে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় ছাত্রলীগের বিএল কলেজ শাখার সভাপতি মামুনুর রশিদ লিপন।এর পরের বছর ১৮ অক্টোবর রাতে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে তৎকালীন ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও জেলা ছাত্র দলের সভাপতি ওয়াহিদুজ্জমান চঞ্চলকে। তার আগে ৯৮’এর ১৮ আগস্ট খালিশপুরের পিপলস জুট মিলের শ্রমিক অসন্তোষের ঘটনায় নিহত হয় ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন কামাল। ১৯৯৯-এর ১০ জানুয়ারী পিপলস জুট মিলে শ্রমিক অসন্তোষের ঘটনায় মারা যান আওয়ামীলীগ নেতা ফ,ম. সিরাজ ও শ্রমিক নেতা মানিক। তার পরের বছর ৩০ জানুয়ারী ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন দলীয় কার্যালয়ের পাশে শঙ্খ মার্কেটে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। একই বছর ২৫ মার্চ রাতে নগরীর সিটি কলেজের সাবেক জিএস কেএম জহির উদ্দিন পান্না একটি বাস কাউন্টারের মধ্যে অস্ত্রধারীদের গুলিতে নিহত হন। ২০০০ সালের ১ফেব্র“য়ারী নগরীর আইনজীবী সমিতির সামনে পুলিশ হেফাজতে কারাগারে যাওয়ার পথ সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন যুবলীগ নেতা শফিকুল ইসলাম লিটন। একই দিন ডাক বাংলা মোড়ে দু’যুবলীগ কর্মীকে সন্ত্রাসীরা হত্যা করে। এভাবে একের পর এক হত্যাকাণ্ড চলতে থাকে। পরবর্তীতে ২০০০ সালের ১১ আগস্ট জুমআ’র নামাজ পড়তে যাওয়া সময়ে সন্ত্রাসীদের গুলিতে নগরীর সোনাডাঙ্গা কলেজিয়েট স্কুলের সামনে নিহত হন আওয়ামীলীগের মেয়র প্রার্থী এস এম এ রব। এর পর ২০০১-এর ফেব্র“য়ারী মাসে নগরীর কাস্টম ঘাটের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রূপসা উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক সরদার হারুর অর রশীদ। একই বছরের ৪ আগস্ট রাতে নগরীর রায় পাড়া রোডে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম ট্রেজারার সরদার আব্দুর রাজ্জাক। চারদলীয় জোট সরকার মতায় আশার পর ২০০২ এর ২ মার্চ রাতে অফিসে আসার পথে নগরীর মুজগুন্নী এলাকায় খুলনা যশোর মহাসড়কে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন দৈনিক পূর্বাঞ্চালের সিনিয়র রিপোর্টার হারুন অর রশীদ খোকন। তার পরের বছরের ২৫ আগস্ট সকাল ১০টায় আদালতে যাওয়ার সময়ে নিজ বাস ভবনের অদূরে নগরীর সামছুর রহমান রোডে সন্ত্রাসীদের বোমা ও গুলিতে প্রবীণ আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট মঞ্জরুল ইমামসহ তার সহকারী এ্যাডঃ বিজন বিহারী মন্ডল ও রিক্সা চালক সাইদুল নিহত হন। তার মাত্র কয়েক দিনের ব্যাবধানে ২০০৩-এর ৬ সেপ্টেম্বর রাতে আওয়ামীলীগের অফিসের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন আয়ামীলীগ নেতা কামরুল ইসলাম কুটু। এসব হত্যাকাণ্ডের রেষ কাটতে না কাটতে ২০০৪-এর ১৫ জানুয়ারী দুপুরে খুলনা প্রেস কাবের অদূরে কাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের নিজস্ব বার্তা পরিবেশক মানিক চন্দ্র সাহা সন্ত্রাসীদের বোমা হামলায় নির্মমভাবে নিহত হন। এঘটনার অল্প কিছু দিনের মধ্যে ১৪ দিরে ব্যবধানে ২৯ জানুয়ারী নগরীর শেখ পাড়া এলাকায় সোনাডাঙ্গা থানা আওয়ামীলগের সাধরণ সম্পাদক মজ্ঞুর মোর্শেদ লাবু ও টুটপাড়া দারোগা পাড়ায় বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আমীর আজম খান সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন। এদিকে সহকর্মী সাংবাদিক মানিক সাহা হত্যাকান্ডের ঘটনায় তীব্র আন্দোলন গড়ে তোলেন খুলনা প্রেস কাবের তৎকালীর সভাপতি ,দৈনিক জন্মভূমি’র প্রতিষ্ঠাতা সম্পাদক হুমায়ূন কবীর বালু। এক পর্যায়ে ২০০৪-এর ২৭ জুন দুপুরে নিজ বাসা ও দৈনিক জন্মভূমি ভবনের সামনে সন্ত্রাসীরা বোমা মেরে হত্যা করে সাংবাদিক হুমায়ূন কবীর বালুকে। এর পর ২০০৫-এর ৫ ফেব্র“য়ারী রাতে সন্ত্রাসীদের বোমা হামলায় দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিন গুরুতর আহত হয়ে ঢাকা সি,এম,এইচে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্র“য়ারী মারা যান। তার পর থেকে নগরীতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড কয়েক বছর বন্ধ ছিল। তবে সর্ব শেষ গত ১১ জুলাই রাতে ৯০’র গন অভ্যুত্থানের রাজপথের সাহসী সৈনিক ও কেন্দ্রীয় যুবলীগের ভাইস চেয়ারম্যান শহীদ ইকবাল বিথার সন্ত্রাসীদের নির্মম শিকার হয়ে প্রাণ দিলেন। তার এই হত্যাকাণ্ডের ঘটনায় রাজনৈতিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পুরানো দিনের আতংক ছড়িয়ে পড়েছে। তাদের জীবনের নিরাপত্তা আবারও যে হুমকির মুখে তার প্রমাণ যুবলীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথারের নির্মম হত্যাকাণ্ড।

Environment: painful story of south-west region of Bangladesh

By Koushik Dey

Translated by: Mostafa Jamal poplu ( The article was published in the three bangla daily news paper. )

Every event has a hidden background and some time those causes worst. Change also follow the rule. No matter what, it can be stopped. Today whole world is thinking about the rapid change. By this way our known environment is changing without any notice. The sea water level is rising along with the temperature. For this massive change our known rivers landscape has changing. Tide in the upper region became slower. Cyclone, flood, overheat is almost our daily companion. And the greatest creation of God, human is struggling with those hazards. It is increasing day by day. The environmentalist says, a large portion of land will be gone under water in the next decade. Devastating hit of recent Cyclone Sidar, Rasmi, Bizli, Aila is just a symptom and warned us about the future. We are the poorest people of the thirds world country, Bangladesh. More over, we are the neglected people of South west region of the country. Not only we are neglected by the government but also by the nature. For the global reason we had to suffer much for the natural disaster. War for water !! Yes. The history reminded us. In the past the world has seen this type of war. And in the future war for food and fresh water will not be in the fiction. It has already began, the people of Daccop, Koyra, Paickgacha, Batiaghata and Dumuria upazila of Khulna District of Bangladesh are already suffering for fresh water. They are willing sell or do any thing for their right on fresh water. Already public movement on this issue is formed and some people had died. Basically, unplanned shrimp cultivation, disturbance of natural flow of river, destroying of forest, scattered and unplanned dam bring the miseries one step ahead. For this, recently people of the region suffered much than usual by Sider and Aila. Now we are facing the silent cry of the suffered people of the region. But how long, how long it will be silent? If this situation stays longer, the hidden vocal will raise like volcano. Like the ancient mariner there is water every where but not a drop to drink. The saline water has taken away all environment friendly assets, fisheries, food grain, forest, birds. Whole environment is changed of the globe. Mother Nature keeps us like her children for billions of years. And what we have done? Destroying it badly though we know she never forgives any thing. She will try to make balance by distorting existing things and creating different one. Recently natural events warning us, she is disturbed by human and giving us the chance to recover our status. But if we keep destroying this way, she will be crueler and take revenge on us. If that happen what will we do? (pls. Any comment)

Picture Gallery

nature-1 nature-2 nature-3 nature-4

খুলনায় L4C কর্মশালা

Sl No Name Designation Organigation
1 MA Halim Program Officer Rupantar
1 koushik journalist
2 pabir journalist
3 Mofijul NGO

<kaltura-widget kalturaid='ytyd317anc' size='M' align='L'/>


Flag of Bangladesh.jpg

This user is a Member of
Convening Committee
WikiEducator
Bangladesh Chapter
Working Group

উইকি এডুকেটর বাংলাদেশ চ্যাপ্টারের প্রথম সভা

স্থান: রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্র, ফারাজীপাড়া, খুলনা, বাংলাদেশ
সময়: বিকেল ৪.০০ টা
তারিখ: ২৯ মে ২০০৯

সভাপতি: মো. আ. হালিম
সঞ্চালক: অনিল প্রসাদ

সভায় উপস্থিত ব্যক্তিবর্গ:

  1. এম. এ. হালিম, রূপান্তর
  2. কুন্তল বরণ মন্ডল
  3. সুতপা বেদজ্ঞ, রূপান্তর
  4. কৌশিক দে বাপী,
  5. প্রবীর বিশ্বাস, রূপান্তর,
  6. কাজী মফিজুর রহমান, রূপান্তর,
  7. রহিমা বেগম, আমরক সোসাইটি,
  8. তৌহিদুল আলম, কোস্ট ট্রাস্ট,
  9. সাইফুদ্দিন রনি, আমরক সোসাইটি,
  10. শুভ্র ইসলাম, রূপান্তর,
  11. মাকসুদা আক্তার, আমরক সোসাইটি,
  12. শফিকুল শেখ, আমাদের গ্রাম,
  13. সুবল ঘোষ টুটুল, রূপান্তর,


সভায় গৃহীত সিদ্ধান্তবলী:

  • সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, উইকি এডুকেটর-এর বাংলাদেশ চ্যাপ্টার-এর কাজ শুরুর লক্ষ্যে আজকের সভায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

কমিটি হবে নিম্নরূপ-


  1. এম. এ. হালিম, রূপান্তর আহ্বায়ক
  2. কুন্তল বরণ মন্ডল যুগ্ম-আহ্বায়ক
  3. সুতপা বেদজ্ঞ, রূপান্তর যুগ্ম-আহ্বায়ক
  4. কৌশিক দে বাপী সদস্য,
  5. প্রবীর বিশ্বাস, রূপান্তর সদস্য,
  6. কাজী মফিজুর রহমান, রূপান্তর সদস্য,
  7. রহিমা বেগম, আমরক সোসাইটি সদস্য,
  8. তৌহিদুল আলম, কোস্ট ট্রাস্ট সদস্য,
  9. সাইফুদ্দিন রনি, আমরক সোসাইটি সদস্য,
  10. শুভ্র ইসলাম, রূপান্তর সদস্য,
  11. মাকসুদা আক্তার, আমরক সোসাইটি সদস্য,
  12. শফিকুল শেখ, আমাদের গ্রাম সদস্য,
  13. সুবল ঘোষ টুটুল, রূপান্তর সদস্য,
  • সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, উইকি এডুকেটর-এর বাংলাদেশ চ্যাপ্টার-এর এ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ দ্রুত এ দেশে উইকি এডুকেটর-এর ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করবেন।
  • সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে, উইকি এডুকেটর-এর বাংলাদেশ চ্যাপ্টার-এর এ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ নিয়মিত সভায় মিলিত হয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করেবন।
  • সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে, উইকি এডুকেটর-এর বাংলাদেশ চ্যাপ্টার-এর এ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ কাজের প্রয়োজনে নিয়মিত টেলি কনফারেন্স করে স্ব স্ব কাজের অগ্রগিত অন্যদের সাথে শেয়ার করবেন।
  • সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে, উইকি এডুকেটর-এর বাংলাদেশ চ্যাপ্টার-এর এ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ তাদের নিজ নিজ উইকি এডুকেটর-এর পাতাটি সম্পূর্ণ করার উদ্যোগ গ্রহণ করবেন।