User:M. A. Halim/Some my Article in Bangla/হঠাৎ ফার্স্ট কেসিসি
হঠাৎ ফার্স্ট কেসিসি
১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলেও সে সময় পাকিস্তানের অংশ এই খুলনায় পাকিস্তানের পতাকা উড়তে সময় লেগেছিল আরও তিনদিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক হানাদারদের বিরুদ্ধে বাংলাদেশ বিজয় অর্জন করলেও খুলনা শত্রুমুক্ত হলো ১৭ ডিসেম্বর। সব ক্ষেত্রে পিছিয়ে খুলনা। স্বাধীনতার পর ৩৬টা বছর পার করে এলেও উন্নয়নের দিক থেকে সব চেয়ে পিছিয়ে যে বিভাগীয় সদর দপ্তর সেটির নাম নিশ্চিন্তেই বলে দেওয়া যায়- "খুলনা"। কিন্তু একটা ক্ষেত্রে হঠাৎ করেই খুলনা ফার্স্ট হয়ে গেল। বাংলাদেশে প্রথম সিটিজেন চার্টারটি প্রকাশ করে ফেলেছে খুলনা সিটি কর্পোরেশন। সকল জল্পনার অবসান ঘটিয়ে খুলনা সিটি কর্পোরেশনের প থেকে গত ৯জুলাই ২০০৭ গণমাধ্যমের মাধ্যমে এ সিটিজেন চার্টারটি বিজ্ঞাপন আকারে প্রকাশ করে। সীমিত সরকারী বরাদ্দ দিয়ে নাগরিক সেবা প্রদানের অব্যাহত প্রচেষ্টায় এবং নগরবাসীর সেবা নিশ্চিত করা ও প্রাত্যহিক সমস্যা সমূহ দ্রুত সমাধানের ল্যে সিটিজেন চার্টার প্রকাশ করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের এই সিটিজেন চার্টার ঘোষণাটি হঠাৎ করে হলেও এর পেছনে দীর্ঘদিনের প্রচেষ্টা ছিল নাগরিক ফোরাম, খুলনা মহানগরের। দীর্ঘ তিন বছর ধরে নাগরিক ফোরাম, খুলনা মহানগরীতে ওয়ার্ড পর্যায়ে এবং সিটি কর্পোরেশন পর্যায়ে ধারাবাহিকভাবে যে কর্মকান্ড পরিচালনা করে আসছে তারই সুফল এই সিটিজেন চার্টার ঘোষণা। দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় রূপান্তর এ নাগরিক ফোরাম গঠন, এর নেতাদের নেতৃত্ব উন্নয়ন, দতা বৃদ্ধিতে নানাবিধ কর্মসূচী পালন করে। এসব কর্মসূচীর মধ্যে ছিল নাগরিক নেতাদের প্রশিণ, তাদের নিয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক কর্মশালা আয়োজন, তাদের জন্য বিভিন্ন ধরণের প্রকাশনা (বুকলেট, লিফলেট, পোস্টার, সাময়িকী ইত্যাদি)-'র ব্যবস্থা, সচেতনতামূলক নাটক ও পটগানের আয়োজন প্রভৃতি। রূপান্তরের এসব কর্মকন্ডের ফলে নাগরিক ফোরাম নেতৃবৃন্দ তাদের দায়িত্ব-কর্তব্য ও অধিকার সম্পর্কে জ্ঞাত হন। তারা তাদের অধিকার সংরণে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে মহানগরীর কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন কর্মকান্ড গ্রহণ করেন। রূপান্তরের সহযোগিতায় নাগরিক ফোরামের উদ্যোগে নগরীর প্রায় প্রতিটি ওয়ার্ডে নাগরিক ফোরামের উদ্যোগে কমিশনারবৃন্দকে নিয়মিতভাবে নাগরিকদের মুখোমুখি করার ব্যবস্থা করা হয়। এ মুখোমুখি অনুষ্ঠানে নাগরিকবৃন্দ যেমন সরাসরি অভিযোগ জানাতে পারেন তাদের নির্বাচিত প্রতিনিধিকে, তেমনি কমিশনারবৃন্দও তাদের অপারগতা সম্পর্কে জনগণের সামনে ব্যাখ্যা প্রদান করতে পারেন। এর ফলে স্বচ্ছতা এবং জবাবদিহিতার যেমন একটি ত্রে তৈরি করা সম্ভব হয় তেমনি নগরিক ফোরামের অধিপরামর্শে এলাকার সমস্যারও সমাধান করা সম্ভব হচ্ছিল। মাত্র তিন বছর আগে জন্ম হয় নাগরিক ফোরামের। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে রূপান্তর-এর পরিচালনায় "খুলনা শহরে স্থানীয় শাসন ব্যবস্থায় মানবাধিকার ও নাগরিক অধিকার লংঘনরোধে নাগরিক উদ্যোগ সৃষ্টি" প্রকল্পের কর্মকান্ডের অংশ হিসেবে আত্মপ্রকাশ করে নাগরিক ফোরাম। তাদের মুল ল্যে হলো, মানবাধিকার লংঘনরোধকল্পে প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে জন সম্পৃক্ততার মাধ্যমে খুলনা সিটি কর্পোরেশনের স্থানীয় শাসন ব্যবস্থাকে প্রভাবিত করা এবং উদ্দেশ্য ৪টির অন্যতম একটি সিটি কর্পোরেশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে এ্যাডভোকেসীর (অধিপরামর্শ) মাধ্যমে জনগনের সম্পদ, সেবা ও সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিত করা। এ অবস্থায় ওয়ার্ড পর্যায়ে এ মুখোমুখি অনুষ্ঠানের সফলতার পথ বেয়ে সিটি মেয়র এবং কেসিসি'র কর্মকর্তাদের সমন্বয়ে পুরো কেসিসি পরিষদ মুখোমুখি হয় নাগরিক ফোরামের। বাংলাদেশের সিটি কর্পোরেশনসমূহের ইতিহাসে রচিত হয় নতুন অধ্যায়। কেসিসি মেয়রের সপারিষদ এ মুখোমুখি অনুষ্ঠান একবার হয়েই থেমে যায়নি। এটা একাধিকবার অনুষ্ঠিত হয়েছে। আর নাগরিক ফোরাম কেসিসি মেয়রকে সপারিষদ নগরবাসীর শুধু মুখোমুখি করেই শেষ করেনি তাদের কাজ। বিভিন্ন সমস্যা সমাধানে, কেসিসি'র স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ধারাবাহিকভাবে মেয়র ও সিটি কর্পোরেশনের সাথে তাদের অধিপরামর্শ অব্যাহত রেখেছে। এমনকি ২০০৭-০৮ অর্থবছরে কেসিসি'র বাজেট ঘোষণার আগে সিটি মেয়র আগামী বাজেটে উন্নয়ন কর্মকান্ডের ত্রেসমূহ চিহ্নিত করতে নাগরিক ফোরামের সাথে এক প্রাক-বাজেট বৈঠকে মিলিত হন। সেটাও ছিল একটি ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশে কোন সিটি কর্পোরেশনেই বাজেটের আগে সাধারণ নাগরিকদের সাথে সিটি মেয়রের বৈঠকের আর কোন উদাহরণ আজও সৃষ্টি হয়নি। খুলনা সিটি কর্পোরেশনের এ ১৭ বছরের ইতিহাসে ১৬ বছর ধরে মনোনীত ও নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এ্যাডভোকেট শেখ তৈয়েবুর রহমান। এ দীর্ঘদিনে তার চারপাশের তাবেদার শ্রেণীর কর্মকর্তা আর চাটুকার শ্রেণীর সুবিধাভোগী মানুষদের মুখে একটানা প্রশস্তি শুনতে শুনতে সিটি মেয়রও প্রায় জনবিচ্ছিন্ন ব্যক্তিতে পরিণত হচ্ছিলেন। এ অবস্থায় নাগরিক ফোরামের কর্মকান্ড শুরু হলে মেয়র নাগরিক ফোরামের যৌক্তিক উদ্যোগসমূহকে সমর্থন না করে পারেননি। মূলতঃ নাগরিক ফোরাম নগরীতে রাজনৈতিকভাবে নির্দলীয় একটি শক্তিশালী প্রেসার গ্রুপ হিসেবে নিজেদের প্রমাণ করতে সমর্থ হওয়ায় মেয়রের প েতাদের অবহেলা করা সম্ভবও ছিল না। এরই মাঝে নাগরিক ফোরামের প থেকে সিটি মেয়রকে সিটিজেন চার্টার ঘোষণার আহ্বান জানানো হয়। বিশ্বের বিভিন্ন উন্নত দেশে এ সিটিজেন চার্টার জনসাধারণের জন্য উন্মুক্ত থাকলেও বাংলাদেশে কোথাও এটা ছিল না। ইলেভেন ওয়ানের পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার মতায় এলে কয়েকটি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করে। এর একটি ছিল সেবাদানকারী সংস্থা সমূহের সিটিজেন চার্টার প্রকাশ। নাগরিক ফোরামের এ্যাডভোকেসি'র পাশাপাশি সরকারী নির্দেশ-খুলনা সিটি কর্পোরেশনের সিটিজেন চার্টার ঘোষণাকে ত্বরান্বিত করেছে। ২৬ জুন ২০০৭ তারিখের অপরাহ্নে মেয়র হিসেবে ১৬ বছরের মেয়াদের সাফল্য ব্যর্থতা যাচাইয়ের জন্য নগরবাসীর মুখোমুখি হয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জিয়া হলে উপস্থিত সহস্র জনতার সামনে অকপটে যথার্থভাবেই বলে ফেললেন, "খুলনা সিটি কর্পোরেশনের সেবাসমূহ নাগরিকদের কাছে সহজলভ্য করার জন্য আমরা জনপ্রতিনিধি ও কর্মকর্তারা যখন নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছি, তখন খুলনা মহানগরের বিস্তীর্ণ এলাকার নাগরিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন নাগরিক ফোরাম আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছে। নাগরিক ফোরামের সাথে বিগত তিন বছরে আমরা একাাধিকবার মতবিনিময় এবং কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেছি। সিটি কর্পোরেশনের চলতি বাজেট ঘোষণার প্রাক্কালে নাগরিকদের প েএই ফোরাম অনেক বাস্তবসম্মত প্রস্তাবনা পেশ করেছে। যার অনেকটাই খুলনা সিটি কর্পোরেশনের চলতি বাজেটে প্রতিফলিত হয়েছে। আমি নাগরিক ফোরাম ও তার সুযোগ্য নেতৃবৃন্দের প্রতি আমার মেয়র পদের ১৬ বছর পূর্তিতে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। কেননা মাত্র তিন বছরে নাগরিক ফোরাম, খুলনা সিটি কর্পোরেশন এবং নাগরিকদের মাঝে দূরত্ব কমাতে অনেক বিবেচনা প্রসূত পদপে নিয়েছে।" এ অনুষ্ঠানে সিটি মেয়র তার প্রারম্ভিক বক্তব্যে বলেন, নাগরিক সেবা তথ্য প্রকাশিত হলে খুলনা মহানগরের নাগরিকদের সাথে সিটি কর্পোরেশনের সম্পর্ক আরও সুসংহত ও গতিশীল হবে। তিনি বলেন, সিটিজেন চার্টার বা নাগরিক সেবার তথ্য প্রকাশ সবচেয়ে কার্যকর পদ্ধতি, যার মাধ্যমে খুলনা মহানগরের নাগরিকবৃন্দ তাদের প্রাপ্ত সেবা সম্পর্কে সহজে অবহিত হবেন। তাই সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে নাগরিকদের কাছে এই সেবা তথ্য পেঁৗছে দেওয়া মানেই দায়িত্ব পালনে একধাপ এগিয়ে যাওয়া। স্বচ্ছতা এবং জবাবদিহিতার বর্তমান এই সময়ে এর চেয়ে ভাল কাজ আর কি হতে পারে? এ কাজে উদ্বুদ্ধ করার জন্য তিনি নাগরিক ফোরামকে ধন্যবাদ জানান। সিটিজেন চার্টার শুধু খুলনা নগরবাসীর জন্য নয়, সারা দেশবাসীর জন্যই একটা নতুন শব্দ। আর এ নতুন শব্দটি খুলনাবাসীর জীবনে যোগ হওয়ার ঘোষণাটিও ছিল ঐতিহাসিক এবং যুগান্তকারী। এখন এই সিটিজেন চার্টারটি শুধু ঘোষণার মাঝে সীমিত না হয়ে বাস্তবায়িত হলে তা' খুলনা নগরবাসীর সামনে নিয়ে আসবে কেসিসি'র স্বচ্ছতার একটা প্রতিচ্ছবি। আর মেয়রের এ ঘোষণাকে বাস্তবায়ন করার জন্য নাগরিক ফোরাম নিশ্চয়ই তাদের অধিপরামর্শ অব্যাহত রেখে যাবে। অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, "আমি সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে খুবই তৃপ্ত যে, বিলম্বে হলেও নাগরিক সেবার জন্য তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টির একটি যুগান্তকারী পদপে নিতে পারলাম। আমরা বিশ্বাস করি, আমাদের এই নাগরিক সেবা তথ্য বিষয়ক ধারণা শুধু খুলনা মহানগরে নয় বরং সারা দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে অবশ্যই করণীয় বিষয় হিসেবে প্রতিপালিত হবে।" এর পরে শুরু হয় প্রশ্নত্তোর পর্ব। নাগরিক ফোরাম, খুলনা মহানগরের প্রতিষ্ঠাতা মহাসচিব ও রূপান্তর-এর পরিচালক রফিকুল ইসলাম খোকনের উপস্থাপনায় এ পর্বে খুলনার সাংবাদিকবৃন্দ, নাগরিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সিটি মেয়রকে প্রশ্নবাণে জর্জরিত করে তোলেন। নাগরিক ফোরাম, খুলনা মহানগরের চেয়ারপার্সন শেখ আব্দুল কাইয়ূম বলেন, বিগত ১৬ বছরে আপনার অনেক কিছুই করার ছিল কিন্তু আপনি কোন কিছুই করতে পারেন নাই। ১৬ বছরে খাজনা বাড়ান নাই ঠিক আছে কিন্তু ১৬ বছরে আপনি জনগণকে সেবা দেন নাই বা দিতে পারেন নাই। খুলনা প্রেস কাব-এর সভাপতি মকবুল হোসেন মিন্টু মেয়রের কাছে জানতে চান, ৩১টি ওয়ার্ডের মধ্যে আপনার জানা এমন কোন ওয়ার্ড আছে কি যেটি মডেল ওয়ার্ড? ভবিষ্যতে আপনি কোন রাজনীতি করবেন? আদৌ করবেন কিনা? দৈনিক সমকাল-এর খুলনা প্রতিনিধি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুন রেজা প্রশ্ন করেন, ছোট মির্জাপুর রাস্তার পরে ময়লা ফেলা হচ্ছে। এ সমস্যার সমাধান কবে হবে? সিএসবি টিভি'র সাংবাদিক তরিকুল ইসলাম মেয়রের কাছে জানতে চান রূপসা ঘাটে জনগণ ট্রলারে পার হতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, এব্যাপারে আপনার ভূমিকা কি? ঘাটে আবার ফেরি চালু করা যায় কিনা? বেওয়ারিশ কুকুর বেড়ে গেছে এর জন্য কি ব্যবস্থা নেবেন? ডাক বাংলায় দোকানগুলি সামনে যে টিনের সেড ছিল, যা ভেঙ্গে দেয়া হয়েছে, তার কি ব্যবস্থা নেবেন? চ্যানেল ওয়ান-এর সাংবাদিক সোহরাব হোসেন প্রশ্ন করেন, অপরকল্পিতভাবে নগরায়ন হচ্ছে কেডিএ ও সিটি কপের্ারেশনের মধ্যে বাকযুদ্ধ এর সমাধান কেন করেন নাই। দৈনিক অবজারভার-এর খুলনা প্রতিনিধি এস. এম. জাহিদ হোসেন প্রশ্ন করেন দেশে ৪জন মেয়র কারাবরণ করেছেন, তিনি কিভাবে এখনও বাইরে আছেন। তিনি আর কত দিন মেয়র থাকতে চান। অপর একজন সাংবাদিক জানতে চান মহেশ্বরপাশা রাস্তা মেরামতের কথা ছিল কিন্তু দীর্ঘ দিন পার হলেও এখনও পর্যন্ত কাজ হয়নি কেন? নাগরিক ফোরাম নেতাদের মধ্যে প্রশ্ন করেন অনেকে। তাদের প্রশ্নের চুম্বক অংশ নাগরিক সমাচারের পাঠকদের জন্য তুলে ধরা হলো। রুহুল আমিন সিদ্দিকি জানতে চান ময়লা পরিষ্কারে যে কাজটি সিটি কপের্ারেশনের দায়িত্ব ছিল তার অনিয়মের কারনে বিভিন্ন বেসরকারী সংগঠন এক কাজটি করে থাকে, এজন্য তাদেরকে যে টাকাটা দিতে হয় এটা হোল্ডিং ট্রাঙ্ থেকে বাদ দেওয়া যায় কিনা। নুরুল ইসলাম প্রশ্ন করেন, পানির লাইন নেওযার পরও পানি আসে না কেন? পানি কর্মকর্তাদের লাইন কেটে দেওয়ার আবেদন করার পরও দশ বছর পর পানির বিল আসে কিভাবে। এটার সমাধান কি? কাজী নুরুল ইসলাম মেয়রের কাছে জানতে চান জনগণের বিনোদনের জন্য পার্ক স্থাপনের সুযোগ আছে কিনা এবং সদয় হাসপাতালে ডিপ-টিউবওয়ের এর ব্যবস্থা করা যাবে কিনা? কাজী ইউসুফ আলী সিটি মেয়রকে প্রশ্ন করেন, কেন্দ্রীয় সরকারের বরাদ্দের বৈষম্য দেখে তিনি কেন এর প্রতিবাদ করেন নাই বা কেন জনগণের কাতারে আসেন নাই? কাজী মোরশেদ আলমের প্রশ্ন ছিল এ্যাসফল্ট প্লান্ট টি মুজগুন্নী আবাসিক এলাকা থেকে সরানো হবে কিনা? ঘের মালিকদের কারনে ড্রেন থেকে পানি সরবরাহ বিঘি্নত হচ্ছে, এজন্য কোন ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? রেজওয়ানা প্রধান সরাসরি জানতে চান রূপসা বেড়িবাধ এলাকার অবৈধ স্থাপনাগুলি সরানো হবে কিনা? যারা এস,এস,সি পরীায় জি,পি,এ ৫ পেয়েছে তাদের সংবর্ধনা ব্যপারে সিটি কপের্ারেশন কোন উদ্যোগ নেবে কিনা? ইকবাল হোসেন প্রশ্ন করেন মশা নিধন ঔষধ না দেওয়ার কারন কি? ড্রেনেজ বা মশা নিধনে আশু করনীয সম্পর্কে জানতে চাই। আঃ হান্নান খান-এর প্রশ্ন ছিল ওয়ার্ড কমিশনার না থাকলে দাযিত্ব পালন করবেন সংরতি আসনের কমিশনার কিন্তু সেটি না হয়ে কেন ঐ ওয়ার্ডে আপনার পছন্দের লোক কেন দায়িত্ব পালন করে? শেখ শওকত হোসেন জানতে চান আপনি পানি ব্যবস্থাপনার উপর দেশের বাইরে বহু প্রশিন পেয়েছেন, তার পরও আমাদের পানি ব্যবস্থাপনায় এত সমস্যা হয় কেন? শহীদুল ইসলাম বলেন খাল ভরাট করে কমিশনার অফিস হচ্ছে, এক কিলোমিটার জায়গার মধ্যে ৪টি কালভার্ট কেন? রাস্তার স্ল্যাবগুলো ভাঙ্গা এজন্য আপনার করনীয় কি? ৩১ নং ওয়ার্ড কমিশনার দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ওয়ার্ড টি মারাত্মক সমস্যা কবলিত অবস্থায় আছে, এ ক্ষেত্রে আপনার করনীয় কি? আলী হাকিম জানতে চাইলেন টুটপাড়া কবরস্থান সংস্কার ও যাত্রী ছাউনী স্থাপনের কথা ছিল কিন্তু এখনও সেটা হয়নি, কবে নাগাদ এটার ব্যবস্থা করা হবে? জাহাঙ্গীর আলম বলেন রাস্তাঘাট পানিতে ডুবে থাকে পানি নিস্কামনের ব্যবস্থা করা হবে কিনা? সাবির আহমেদ প্রশ্ন করেন বিভিন্ন ওয়ার্ডে যে সব সেবা প্রদানকারী সংস্থা রয়েছে সেগুলিকে সক্রিয় করার জন্য মেয়র মহোদয় নিজে কোন ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? হাবিবুল্লাহ জানতে চান নাগরিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে আপনার কোন উদ্যোগ আছে কিনা? থাকলে কবে নাগাদ সমস্যার সমাধান হবে? গোলাম মোস্তফা প্রশ্ন করেন, সিটি কর্পোরেশন যে ট্যাক্সগুলি নেয় সেটা বৈধ না অবৈধ। হাবিবুল্লাহ হোসেন জানতে চান গত বছর বাগমারায় যে টেন্ডার হয়েছিল তার কোন ব্যবস্থা হই নাই কেন? ঐ রাস্তার কাজ কবে নাগাদ হবে? মোঃ কুদ্দুস প্রশ্ন ছুড়ে দেন জুট মিলে শ্রমিক ছাটাই হচ্ছে। তারা বেতন ভাতাও পাচ্ছে না। এ অবস্থা নিরসনে মেয়র হিসেবে আপনার করণীয় কি? মিজানুর রহমান রাজা জিজ্ঞেস করেন সিটি কপের্ারেশনের সোলার লাইট সব অকেজো হয়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থা তদন্ত করার দাবী।২১০ মেগওয়াট বিদু্যৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের কথা ছিল কেন করেন নাই জানতে চাই? মোঃ ইউনুস-এর প্রশ্ন ছিল আজ ১৬ বছর পর কেন নাগরিকদের সাথে বসার কথা মনে পড়ল এত দিন কেন মনে পড়ে নাই? সিটি কপের্ারেশনের দূর্নিতি কেন দমন করতে পারেন নাই? মানুষকে নিরাপদে কেন চলার ব্যবস্থা করতে পারেন নাই? খুলনা সিটি কপের্ারেশনে অনেক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, আর আপনি সেগুলির বৈধতা দিয়েছেন কেন? অবৈধ দোন ভেঙ্গে কেন আবার নতুন অনুমোদন দিচ্ছেন? নির্বাচনের আগে সবাইকে হুমকি দেন, কিন্তু নির্বাচনের পরে কেন হুমকি দেন না? এ্যাড সেলিনা আক্তার পিয়া প্রশ্ন ছুড়ে দেন মেয়রের উত্তরের জন্য যে আপনি স্বপ্ন দেখান কিন্তু বাস্তবায়ন করেন না। আপনি নারী সমাজকে কেন এত অবহেলিত করে রেখেছেন। সৈয়দ এনামুল হক ডায়মন্ড জানতে চান কর্ম দিবসের ৩দিন প্রতিটি ওয়ার্ডের রাস্তাগুলি যেন মেয়র সাহেব দেখে আসবেন, ১ গ্লাস করে খাবেন এবং ব্যস্ততম শহরের কিছু অংশে হাটবেন এবং ৩ দিন পর নাগরিক কমিটি উনাকে হাসপাতালে দেখতে যাবেন উনি কেমন আছেন। জন্ম নিয়ন্ত্রনের জন্য তিনি কি ব্যবস্থা নেবেন বা কি সহজ পথ দেখাবেন? সিটি কপের্ারেশনের কাজ নগর সুন্দর করা কিন্তু কমিশনার সাহেব বলেন আমি আওয়ামী লীগের লোক আর মেয়র বি,এন, পির লোক তাই আমার কথা শোনে না। নাজমুল হক শাহিন প্রশ্ন করেন খুলনার উন্নয়নে কি? কি? পদপে নিবেন সেটা জানতে চাই। শাহিন জামাল পন জানতে চান ড্রেনেজ ব্যবস্থাপনার ক্ষেত্রে কি? কি? পদপে নেবেন? সিরাজুল ইসলাম বলেন যারা নুন ভাত খেয়ে বাঁচতে পারছে না তাদের জন্য মেয়র সাহেব কি কি করছেন? মোঃ ইদ্রিস আলী প্রশ্ন করেন যে, ২৪ নং ওয়ার্ডের কবরস্থানের কি অবস্থা সেটা তিনি মেয়রকে নিজ চোখে দেখার জন্য অনুরোধ জানান এবং এ সমস্যা সমাদানের জন্য কি? কি? ব্যবস্থা নেবেন। কাজী নায়েদী আলম প্রশ্ন করেন মুরগীর ফার্মের পরিবেশ দুষনের থেকে রা পেতে চাই, আর এ ক্ষেত্রে আপনার পদপে কি? আমার ওয়ার্ডে একটি যাত্রী ছাউনির ব্যবস্থা করা যায় কিনা? রাশিদুল আহসানবাবলু প্রশ্ন করেন টুটপাড়া কবরস্থান কবে সংস্কার করা হবে? রূপসায় কশাইখানা, কমিউনিটি সেন্টার হওয়ার কথা ছিল কিন্তু আজও হয়নি, কবে হবে? আঃ সালাম-এর জিজ্ঞাসা ছিল মহেশ্বরপাশা বাজারের কোন উন্নয়ন হয়নাই, দূর্গন্ধে যাওযা যায় না। এর জন্য কি ব্যবস্থা নেবেন? কমিশনার এর কোন অফিস নাই, ব্যবস্থা করা হবে কিনা? হাফিজুর রহমান হাফিজ সরাসরি প্রশ্ন করেন কেন খুলনাকে শ্মশান বানিয়েছেন? খান মুজিবর রহমান জানতে চান খুলনার জন্য একটি স্থায়ী নাট্য মঞ্চ দাবী করেছিলাম কিন্তু আজও হয়নি। বদিয়ার রহমান-এর প্রশ্ন ছিল মেধাবী ছাত্রদের মেধাবিকাশ ফান্ড বৃদ্ধি করা যায় কিনা? ব্যক্তিগত ফান্ড থেকে পুরস্কৃত করা যায় কিনা? এ বিষয়ে চিন্তাভাবনা করা। হালিমা খাতুন জানতে চান নিজের সম্পর্কে মেয়র সাহেব যে সফলতার কথা বলেন সেগুলি সম্পর্কে তার আত্ম বিশ্বাস কতখানি? বিদু্যতের সমস্যা কবে যাবে? সব মেয়র জেলে আপনি এখনও বাইরে কেন? শেখ আবিদুল্লাহ্ প্রশ্ন করেন সংরতি আসনের কমিশনারদের জন্ম নিবন্ধনের দায়িত্ব দেওয়া হবে কিনা? খুলনাবাসীর কাছে প্রাপ্তি কি? বয়রা বাজারে পাবলিক টয়লেট স্থাপনের কথা ছিল দীর্ঘদিন অতিবাহিত হওযার পরও কেন হয়নি? কবে হবে? মহিলা কমিশনারদের অযোগ্য বলেন, তাদের অযোগ্যতাটাকি তা জানালে খুশ হতাম। নরুল ইসলাম বন্দ জানতে চান রাস্তা সংস্কার নিয়ে কথা দিয়েছিলেন কিন্তু হয় নাই কেন? কবে হবে? আপনি আপনার পদ থেকে অবসর নেবেন কবে? অনুষ্ঠানে কেসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন- "নাগরিক ফোরামের মত সংগঠনের জন্ম যদি আরও ১০বছর আগে হতো তাহলে এ ধরনের প্রশ্নেরও উদয় হতো না। তিনি বলেন নাগরিক ফোরাম ও সিটি কর্পোরেশনের উদ্দেশ্য অভিন্ন। আমরা উভয়েই নাগরিক সেবা নিশ্চিত করতে চাই। আমি মনে করি স্থানীয় সরকারের সেবা নিশ্চিত করার জন্য উভয়েরই করণীয় অনেক কিছুই রয়েছে।" কেসিসি'র জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের বলেন, নাগরিক সেবার ব্যাপারে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়া দরকার। নাগরিকদের যেমন অধিকার রয়েছে তেমনি কিছু কর্তব্যও রয়েছে। কর্পোরেশন এলাকার অনেকেই আছেন যারা সময় মত কর পরিশোধ করেন না। বাড়ির কাজের লোককে অনেকেই বলেন না ময়লা কোথায় ফেলতে হবে। সুতরাং এসব দিকে নাগরিক ফোরামকে দৃষ্টি দিতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন আগামীতে এ ধরণের সভা হলে নগরবাসী এবং কেসিসি উভয়ই উপকৃত হবে। কেসিসি'র প্রশাসনিক কর্মকর্তা এস এম এ ওয়াদুদ বলেন, কর্পোরেশনের বর্তমান সেবায় নাগরিকদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। এ বিষয়ে কর্পোরেশন থেকে যদি বিভাগ ওয়ারী একটি কাজের েেত্র ঘাটতি বা গাফিলতি কোথায় তা খুঁজে বের করার জন্য নাগরিক ফোরামের ওয়ার্ড কমিটির সাথে কর্পোরেশনের মতবিনিময় করা যায় তাহলে সেবা প্রদান আরও সহজ হবে বলে আশা করা যায়। রূপান্তর ও নাগরিক ফোরামের মাধ্যমে একটি উদ্যোগের সূচনা করেছে মাত্র। এটি নিয়মিত হলে স্থানীয় সরকার ব্যবস্থা যেমন একটি নতুনমাত্র পাবে তেমনি নগরবাসীও উপকৃত হবে। আগামীতে নাগরিক ফোরাম আরও যুক্তিসংগত তথ্য হাজির করবেন বলে প্রত্যাশা করছি। কেসিসি'র ট্যাঙ্ কর্মকর্তা শেখ হাফিজুর রহমান বলেন, নিঃসন্দেহে নাগরিক ফোরাম একটি অরাজনৈতিক সংগঠন। আমরা চাই খুলনায় অন্তত একটি সংগঠন গড়ে উঠুক যে সংগঠনকে খুলনা সকল মানুষ তাদের সংগঠন বলতে পারে এবং এই সংগঠন সাধারণ মানুষের পাশে দাড়াবে, তাদের কথা বলবে। এ সংগঠনের মাধ্যমে খুলনা সিটি কর্পোরেশনের সকল নাগরিক তাদের নাগরিক অধিকার, দায়িত্ব-কর্তব্য জানবে এবং নাগরিক অধিকার অর্জনে কাজ করবে। এসব প্রশ্নের উত্তরে সমাপনী বক্তব্যে সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমান বলেন, আগামী ২ মাসের মধ্যে ৯০% নাগরিক সমস্যা দূর হয়ে যাবে। পানির যে সমস্যার আছে আমরা চেষ্টা করছি ফুলতলা থেকে পানি এনে সেটার সমাধান করতে। ওয়াসা নির্মান হবে। এয়ারপোর্ট হবে এবং খুব শিঘ্রই মংলা বন্দরে কাজ শুরু হবে। পদত্যাগ করিনা কেন? এরা উত্তর হচ্ছে ছেড়ে যাওয়াটা কোন সমাধান নয়। খুলনা শহর এত ছোট জাযগা যে এ্যাসপার প্লান্ট করার জায়গা নেই। জিপিএ -৫ পাওয়া ছেলেমেয়েদের পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। নারী কমিশনারদের জন্য অফিস ভাড়া ও পিয়নের ব্যবস্থা করেছি। ২৪ নং লিটুর স্ত্রী চিঠি লেখার প্রেেিত মামুন সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৩১ নং ওয়ার্ড কমিশনারের স্ত্রী আবেদন করেছেন তাদের আত্মীয়কে দায়িত্ব দেওয়ার জন্য। মুরগীর খামারের জন্য পরিবেশ নষ্ট হচ্ছে এটা ঠিক, যদিও এটা পরিবেশ দপ্তরের কাজ তার পর ও আমরা এটা দেখব। ৩১ নং ওযার্ডে খালের উপর বাধ নির্মানের ব্যপারটি আমরা দেখব। ড্রেনেজ সমস্যা ১ থেকে ২ মাসের মধ্যে সমাধান করা হবে। টুটপাড়া কবরস্থানের কাজ শুরু হচ্ছে। মহেশ্বরপাশা কবরস্থানের জন্য সাড়ে ৩ বিধা জমি নিয়ে ঠিক করা হবে। আগামীতে ড্রেন সহ রাস্তা মেরামত করা হবে। ২৫০ শয্যা হাসপাতালে ১৫ দিনের মধ্যে টিউবওয়েল বসে যাবে, সদর হাসপাতালে ১৫ দিনের মধ্যে টিউবওয়েল এর ব্যবস্থা আমরা করব। বাগমারা রাস্তা টেন্ডার হলেও কাজ হয়নি কেন সেটা তিনি খতিয়ে দেখবেন, তিনি এ বিষয় মেয়র সাহেবের সাথে অভিযোগকারীকে যোগাযোগ করতে বলেন। নতুন রোড লাইট লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। গত ১৬ বছর আপনারা কেউ আমাকে ডাকেন নাই তাই বসতে পারি নাই। অপরিকল্পিত নগর নিয়ে কেডিএ এবং সিটি কপের্ারেশনের সাথে সব সময় গন্ডগোল হচ্ছে, যদি আপনারা একমত হলে ৩টি দপ্তর একসাথে বসে এর সমাধান করা সম্ভব। স্বপ্ন না দেখলে মানুষ বাচে না, আমার ভুল হয়েছে আমি আর কাউকে স্বপ্ন দেখাব না। যাত্রী ছাউনির জন্য যদি লিখিত আবেদন দেন তবে ভাল হয় এবং এটা দেওয়া যাবে। বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আবেদন করেছি কিন্তু অুনমোদন হয় নাই। আর পানি সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হবে পাম্প চালু হয়েছে। মহেশ্বরপাশা বাজার পরিস্কার করার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করা হবে। রেলষ্টেশনের জন্য নতুন নকশা করা হচ্ছে, তাই খুব দ্রুত এর সমাধান হবে। স্থায়ী নাট্য মঞ্চ, খেলার মাঠ এর জন্য জায়গা নাই, আপনারা কোথাও ফাকা জায়গা থাকলে বলেন আমি বরাদ্দ দিব। যারা গবেষনার কাজ করেন তাদের জন্য ৫০০০০/= থেকে ১০০০০০/= টাকা দেওয়া যাবে। দূর্নিতির যে রিপোর্ট দেওয়া হয়েছে সেটা আসলে ঠিক নয়, এতে বিভিন্ন রকমের ভুল আছে। জন্ম নিবন্ধন ওভার লেপিং না হয় এজন্য শুধু ওয়ার্ড কামিশনারের হাতে দেওয়া হয়েছে, সংরতি আসনের হাতে দেওয়া যাচ্ছে না। আমি যা বলেছি সেটা দেশের মঙ্গলের জন্য, খালেদা জিয়ার পরিবার নিয়ে কোন কথা বলি নাই। মুক্তিযোদ্ধাদের কর মওকুফ করা হয়েছে। আমি একজন মানুষ আমার দোষ ত্রুটি আমি বিচার করতে পারব না আপনারা যেটা বিচার করে দেবেন আমি সেটা মাথা পেতে নেব। সিটিজেন চার্টার কিভাবে কি করতে হবে সেটা নাগরিক ফোরাম আমাদের সাথে থাকবে, আমরা করবো। মা ও শিশু কল্যান কেন্দ্রের জন্য ১৪ লাখ ৬৫ হাজার টাকা রয়েছে সবাই বসে এর ব্যবস্থা নেব। সমস্ত সমস্যা স্বল্প সময়ের মধ্যে ৮৫% সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।