যোগাযোগ
সুহৃদয়ষু হালিম ভাই,
শুভেচ্ছা নেবেন। গত ১২ থেকে ১৫ ডিসেম্বর ঢাকায় উইকপিডিযার ট্রেইনিং এ ছিলাম। সেখানে আপনার কথা বার বার উচ্চারিত হয়েছে। আমি আপনার উইকি সাইট দেখে খুব মুগ্ধ। আপনাকে অনুসরণ করে আমারটা তৈরী করেছি। আপনার সহযোগীতা আমাকে আরো অনুপ্রাণীত করবে। আমার পাতা দেখে মন্তব্য করবেন।
আপনার গুণমুগ্ধ
মাহ্মুদুল হক ফয়েজ।