User talk:Sanubd

From WikiEducator
Jump to: navigation, search

Contents

Thread titleRepliesLast modified
উপকূল সাংবাদিকতা005:27, 11 May 2016

উপকূল সাংবাদিকতা

সংবাদদাতা বা সাংবাদিক (ইংরেজি: Journalist) বিভিন্ন স্থান, ক্ষেত্র, বিষয় ইত্যাদিকে ঘিরে বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ সংগ্রহসহ বিভিন্ন ধরণের তথ্য সংগ্রহপূর্বক সংবাদ কিংবা প্রতিবেদন রচনা করে সংবাদমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রেরণ করে থাকেন। পেশাজীবি হিসেবে একজন সাংবাদিকের কাজই হচ্ছে সাংবাদিকতায় সহায়তা করা। বিভিন্ন বয়সের পুরুষ কিংবা নারী সাংবাদিকতাকে অন্যতম মর্যাদাসম্পন্ন পেশারূপে বেছে নিচ্ছেন।

উপকূল সাংবাদিকতা মূলত বাংলাদেশের উপকূলীয় ১৬ জেলা থেকে উদ্ভাবিত নতুন ধারার এক সাংবাদিকতা। দেশের উপকূল নিয়ে ব্যতিক্রমী ধারার এ সাংবাদিকতায় সবচেয়ে নিবিড় ভাবে কাজ করছেন রফিকুল ইসলাম মন্টু নামের এক সাংবাদিক। তার শেখানো পথেই বাংলাদেশে তৈরি হয়েছে নতুন ধারার এ সাংবাদিকতা। এ ধারাটি শুধু বাংলাদেশেই নতুন নয় সারা পৃথিবীতে ও নতুন। [উপকূল সাংবাদিকতা] নিয়ে ৯ মে ২০১৬ তারিখে এটিএন নিউজে ৩৫ মিনিটের একটি আলোচনা অনুষ্ঠান চলে।

Sanubd (talk)05:16, 11 May 2016