স্থায়ীভাবে অটো রান বন্ধ করুন

From WikiEducator
Jump to: navigation, search

স্থায়ীভাবে অটো রান বন্ধ করুন


আপনি আপনার ব্যক্তিগত কম্পিউটার বা ল্যাপটপে কোনো সিডি বা পেনড্রাইভ প্রবেশ করানোর সঙ্গে সঙ্গেই বা কিছুক্ষণ পরেই Auto Run শুরু হয়, যা আপনাকে মাঝেমধ্যেই ঝামেলায় ফেলে দেয়, বিরক্ত করে। কিন্তু আপনি চাইলেই এই Auto Run-কে স্থায়ীভাবে বন্ধ করতে পারেন। এর জন্য Start\run এ যান। এবার run-এ গিয়ে regedit.exe তারপর Enter চাপুন। তারপর বাম পাশে থাকা HKEY_LOCAL_MACHINE ফোল্ডারে ক্লিক করুন, সেখানে গিয়ে System ফোল্ডারে প্রবেশ করুন। এরপর Current Control Set ফোল্ডারে ক্লিক করুন এবং সেখানে আপনি Services নামক আরেকটি ফোল্ডার রয়েছে। এর ভেতরে আপনি Cd Rom খুঁজে বের করে ক্লিক করুন। তারপর ডানপাশে থাকা Auto Run-এ ডবল ক্লিক করুন এবং value data ‘১’ থেকে ‘০’ করে ok করুন।

--Foez 06:26, 17 October 2010 (UTC)