ফাইল থাক ছবিতে

From WikiEducator
Jump to: navigation, search

ফাইল থাক ছবিতে

কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে নিজস্ব গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা অনেক সময় জরুরি হয়ে পড়ে। কম্পিউটারে নিজের তথ্যগুলো বিভিন্ন উপায়ে লুকিয়ে রাখা যায়। চাইলেনিজের তথ্যগুলো কোনো একটা ছবিতেই লুকিয়ে রাখতে পারেন। এ ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ ফাইল জিপ করে একটি ছবির (ইমেজ) মধ্যে লুকিয়ে রাখুন। এ জন্য শুরুতে ফাইলটি জিপ করে নিন। এ ক্ষেত্রে উইনজিপ, উইনরার ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করতে পারেন। ফাইলটি zip, rar, 7-zip সুবিধা অনুযায়ী ফরম্যাটে করে নিন। শুরুতে আপনার জিপ করা ফাইল একটি নামে সেইভ করুন। যদি ফাইলের নাম file.zip হয় এবং যে ছবির সঙ্গে যুক্ত করতে চান সেই ফাইলের নাম photo.jpg হয়, তবে ফাইল দুটি একটি নির্দিষ্ট ফোল্ডারে রাখুন। এবার Start\Run-এ গিয়ে cmd লিখে Ok করুন এবং নির্দিষ্ট ফোল্ডারে ঢুকুন। এবার copy/b photo.jpg+file.zip my.jpg লিখে এন্টার করলে একই ফোল্ডারে my.jpg নামে নতুন একটি ছবির ফাইল তৈরি হবে। ওই ফাইলটি খুললে দেখা যাবে photo.jpg নামে একটি ছবি আছে। তবে কোনোভাবেই file.zip ফাইল বা zip ফাইলের ভেতরের কোনো তথ্য/ফাইল দেখা যাবে না। স্বাভাবিকভাবে এই my.jpg ছবিটি কেউ দেখলেও এর মাঝে থাকা কোনো তথ্য দেখতে পাবে না। প্রয়োজনে ওই ফাইলটি পেতে my.jpg ফাইলটি আনজিপ করলেই আপনার তথ্য/ফাইল খুঁজে পাবেন।


--Foez 02:48, 25 August 2010 (UTC)