এসএমএসের মাধ্যমে গুগল বাজে বার্তা

From WikiEducator
Jump to: navigation, search

এসএমএসের মাধ্যমে গুগল বাজে বার্তা

গুগলের সামাজিক নেটওয়ার্ক গুগল বাজ বেশ জনপ্রিয় হতে চলেছে। বিভিন্ন সাইট যুক্ত করে পোস্ট করা যায় বলে বার্তা প্রকাশ(পোস্ট) করা নিয়ে ঝামেলা কম হয়। এসএমএসের মাধ্যমে গুগল বাজে পোস্ট করা যাবে। এ জন্য www.buzzviasms.appspot.com সাইটে গিয়ে Connect to Buzz-এ ক্লিক করুন। এবার গুগলের অনুমোদনের জন্য Ok, continue বাটনে ক্লিক করে গুগলে লগইন করা থাকলে Grant access বাটনে ক্লিক করুন। এবার Welcome পৃষ্ঠা থেকে add a phone এ বাঁ পাশের ড্রপ ডাউন থেকে দেশের কোড ৮৮০ নির্বাচন করে ডানে মোবাইল নম্বর লিখে Continue বাটনে ক্লিক করুন, তাহলে একটি Activation Code আসবে। এবার ওই মোবাইল থেকে অ্যাকটিভিশন কোডটি +19252899767 নম্বরে (দুই ঘণ্টার মধ্যে) পাঠিয়ে দিলে মোবাইল নম্বরটি সক্রিয় হবে এবং pending activation-টি active numbers হবে। এভাবে একাধিক নম্বর যুক্ত করা যাবে। পরবর্তী সময়ে চাইলে নম্বরটি মুছে ফেলা যাবে। এরপর থেকে যুক্ত করা মোবাইল নম্বর থেকে +19252899767 নম্বরে কোনো এসএমএস করলে তা গুগল বাজে পোস্ট হবে।


--Foez 01:54, 25 August 2010 (UTC)