User talk:Bipas

From WikiEducator
Jump to: navigation, search

গত ২ দিনের ট্রেনিং সম্পর্কে আমার মতামত

আমার পক্ষ থেকে Wikieducator ধন্যবাদ জানাচ্ছি সার্বিত্ির সিংকে । তিনি আমাদের গত দুই দিন Wikieducator বিষয়ে ট্রেনিং দিয়েছেন। এর মধ্যে কিভাবে নতুন Wikieducator ব্যবহারকারী হিসেবে যোগদান করা যায়। কিভাবে Wikieducator পেজটি সাজানো যায়, কিভাবে পেজে লিখতে হয়,ছবি যোগ করা যায় ইত্যাদি। সবচেয়ে ভালো লাগছে একটি নতুন পৃথিবীর সাথে যোগদান করতে পারছি এবং আমার এলাকার বিভিন্ন বিষয়ে বিশ্বের কাছে তুলে ধরতে পারবো। তবে আমার আশা পরবর্তীতে যদি এমন আরো ট্রেনিংয়ের আয়োজন করা হয় তাহলে আমাদের যেন রাখা হয়। তাহলে আমাদের ভুল গুলো সংশোধন করতে পারবো। বিপাশ

Bipas (talk)23:30, 13 December 2009

স্বগতম উইকি ইডুকেটরে

কেমন লাগছে wikieducator? আপনার কাজ দেখে ভাল লাগছে। আশা করি নতুন কিছু লিখবেন। যা দেখে অনেক কিছু জানতে পারব।

দিপা।

Dipa (talk)16:34, 13 December 2009

hello Dipas

Bipas (talk)16:56, 13 December 2009