User:Baharul Islam/See My Presentation
[[আকন্দ
প্রচলিত নাম: বড় আকন্দ,অর্ক, মান্দার * ইউনানী নাম: মাদার, আক্, আক্য়ান *আয়ুবেদিক নাম: শুক্লাক *ইংরেজী নাম: Madder Tree * বৈজ্ঞানিক নাম: Calotorpis gigantea Br.
পরিচিতি: আকন্দ এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ। এই গাছ সাধারণ: ৩-৪ মিটার পর্যন্ত উচু হয়ে থাকে। আকন্দ গাছ দুই ধরণের, শ্বেত আকন্দ এবং লাল আকন্দ। শ্বেত আকন্দের ফুলের রং সাদা এবং লাল আকন্দের ফুল বেগুনী রংয়ের হয়ে থাকে। পাতা সরল, প্রতিমুখ, তীর্যকাপন্ন, পুরু, শিরা বিন্যাস জালিকাময়। গাছের পাতা ছিড়লে কিংবা কান্ড ভাঙ্গলে দুধের মত কষ বের হয়। ফল সবুজ, অগ্রভাগ দেখতে পাখির ঠোটের মত। বীজ লোমযুক্ত, বীজের বর্ণ ধূসর কিংবা কালচে হয়ে থাকে।
গুনাগুণ:
- বায়ুনাশক * উদ্দীপক * পাচক * পাকস্থলীর ব্যথা নিবারক * বিষনাশক * দাদ * ক্রিমি ও শ্বাসকষ্টে উককারী।
ব্যবহার বিধি:
- পাকস্থলীর ব্যথা নিরসনে, ক্রিমি ও হজমীশক্তি বৃদ্ধিতে: ফুল চূর্ণ করে ৫০০ মি. গ্রাম সামন্য পরিমান গোলমরিচ ও সৈন্দব লবণ মিশিয়ে আহারের পরে দিনে ২ বার।
- পাচক, দাদ: কাচা পাতা আক্রান্ত স্থানে গরম করে সেক দিলে উপকারী।
- অজুন
আয়ুর্বেদিক নাম: অজুন, প্রচলিত নাম: অজুন, বৈজ্ঞানিক নাম: Terminalia arjuna (Roxb) W.&A.
পরিচিতি:
অজুন গাছ সাধারণত: ২০-২৫ মিটার পর্যন্ত উচু হয়ে থাকে।
পাতা সরল, আয়তাকার লম্বা, দেখতে অনেকটা পেয়ারার পাতার মত।
শীত কালে পাতা ঝরে যায় এবং বসন্তের আগমনে নতুন পাতা গজায়।
ফুল হলুদ বর্ণের, ছোট মঞ্জুরীতে সজ্জিত। ফল দেখতে ছোট কামরাঙ্গার মত।
গুণাগুণ
- হূদপিন্ডের শক্তিদায়ক
- প্রমেহ বিবারক
- ক্ষতসারক
- বলকারক
- আময়াশা
- উচ্চ রক্তচাপ
- জ্বর
ব্যবহার বিধি:
- হূদপিন্ড: অজুন গাছের ছাল ৪-৫ গ্রাম এনে রােএ জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে সেই জল ছেকে খেলে উপকারী।
- প্রমহ ও ক্ষত নিরসন: অজুন গাছের ছাল ২ কাপ পানিতে ভিজিয়ে রেখে পরবতীতে জ্বাল করে ১ কাপ থকাতে নামিয়ে ছেকে নিয়ে নির্যাসটুকু দিনে ২-৩ বার সেবন করিলে উপকারী।
- অজুন গাছের ছাল রাতে ভিজিয়ে রেখে সকালে খেলে আমশয়, জ্বর দুর হয়।