See my Presentation
From WikiEducator
পরিচিতি
রওশন আরা
আরবান পল্লীতথ্য কেন্দ্র
কলেজ রোড, রাজপাড়া
পূবর্ধলা, নেত্রকোনা-২৪১০
মোবাইল: ০১৭১৮-০২৮০৩১
ইমেইল: roushan3777@yahoo.com munniroushan@gmail.com
বিষয়বস্তু:
- নিম একটি ঔষধি গাছ
- এর বৈজ্ঞানিক নাম আজাযাডিরাছতা ইনডিকা
- নিম গাছ ৩০-৫০ ফুট উচ্চতা বিশিষ্ট
- এর পাতা ছোট ছোট
- বিচি গুলো আঙ্গুলের মত
- নিম পাতা তেতো
গুণাগুন
- নিমপাতা এক প্রকার কীটনাশক
- নিমের শিকড় ও বীচ কৃমিনাশক
- চর্মরোগ নিরাময়ে নিমপাতার গুনাগুন অপরসীম
- নিমপাতার রস ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
- নিমের মাজন দাতের ব্যথা দূর করে
- নিম কাঠের তৈরি খাটে শয়ন করল বাতের ব্যথা দূর হয়
- নিমপাতা, শাক হিসাবে খাওয়া যায়
- অন্যান্য উদ্ভিদের তুলনায় নিমগাছ বেশ অক্সিজেন ত্যাগ করে
পদ্ধতি ও ব্যবহার পদ্ধতি
- নিমের পাতা শুকিয়ে গুড়া করে সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি কীটনাশক হিসাবে গাছে স্প্রে করলে গাছ পোকামাকড় থেকে রক্ষা পায়।নিমের কাচা পাতা পানিতে ৩-৪ ঘন্টা সিদ্ধ করে পানি ঠান্ডা করে গাছে স্প্রে করলে পোকামাকড় থেকে হাছ রক্ষা পায়।
- নিমের শিকড় বেটে রস করে সকালে খালি পেটে খেলে কৃমি রোধ হয় এবঙ সারারাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে কৃমি রোধ হয়।
- নিমের চিকন ডাল দাতের মাজন হিসাবে ব্যবহার করলে দাত ব্যথা ভালো হয়।
- নিমপাতা বেটে শরীরে মাখলে চর্মরোগ(খোস-পাচড়া) ভারো হয় এবং শরীরের উজ্জ্বলতা র্বদ্ধিতে সহায়তা করে।