Learning4Content/Workshops/Face-to-Face schedule/Rupantar Khulna/Workshop Report

From WikiEducator
Jump to: navigation, search

1St Day (31st March 2012)

Training Workshop on Developing E-content Date: 31 March o 2 April 2012 Venue: Rupantar Training Center, Khulna

Total participants: 24 (Female-6, Male-16)

প্রশিক্ষণের শুরুতেই মোঃ আব্দুল হালিম সকলকে শুভেচ্ছা জানান। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে অতথিদের কিছু বলার জন্য অনুরোধ করেন।

রুকমিনি ভিমরাজু, প্রোগ্রাম অফিসার, সেমকা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি বাংলাদেশে রূপান্তর-এর সাথে ৪/৫ বছর কাজ করছি। রূপান্তর-এর মাধ্যমে বাংলাদেশে কমিউনিটি রেডিও আন্দোলনে সহযোগী সংগঠনগুলোকে সহযোগিতা করছি। প্রথম থেকে আমরা এটির সাথে থাকতে পেরে গর্বিত।

তিনি আরো বলেন, আমি সেমকায় প্রোগ্রাম অফিসার হিসেবে কাজ করছি। কমিউনিটি রেডিও বিষয়টি আমি দেখছি। সেমকা যখন কোন কাজ হাতে নেয় তখন আমার প্রথমেই মনে হয় এটি এনজিওদের কোন কাজে লাগবে কিনা। বর্তমানে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি। গত তিনদিন আমরা কিছু বিষয়ের সাথে পরিচিত হব যা আপনাদেরকে আরো সমৃদ্ধ করবে, আপনাদের গতিকে আরো বেগবান করবে। আমরা আপনাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে এক্সপার্ট দিয়ে সহযোগিতা করছি আপনাদের দায়িত্ব সঠিকভাবে বুঝে নেওয়া। আমি অনুরোধ করব আপনারা পরিচয়ের সাথে সাথে এই প্রশিক্ষণে আপনাদের প্রত্যাশা বলবেন এবং প্রশিক্ষণ পরবর্তীতে আপনারা আপনাদের প্রত্যাশা অনুযায়ী কতটুকু পুরণ হয়েছে তা মিলিয়ে নেবেন।

¯^cb গুহ, নির্বাহী পরিচালক, রূপান্তর সকলকে ধন্যবাদ জানান এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য। কৃতজ্ঞতা জানান ভারতীয় অতিথিদের যারা আমাদের সহযোগিতা করার জন্য এসেছেন।

তিনি বলেন প্রযুক্তি এমন একটি বিষয় যা শেখার পর চর্চা না করলে ভুলে যেতে হয়। আর এটি শেখার ক্ষেত্রে আগ্রহ থাকতে হবে। আমি আশা করছি আপনারা বিষয়টি ভালো ভাবে বুঝবেন এবং আপনাদের প্রত্যহিক জীবনে কাজে লাগবে।

রফিকুল ইসলাম খোকন, নির্বাহী পরিচালক, রূপান্তর তিনি ধন্যবাদ জানান রুকমনি দিদিকে যে দীর্ঘদিন আমাদের সাথে থেকে আমাদের পরামর্শ প্রদানের জন্য। তিনি ধন্যবাদ জানান টিটু ও দেবলীনাকে এই কর্মশালার সহযোগিতা করার জন্য। তিনি ধন্যবাদ জানান সাবিত্রি সিং ও ড. জাহাঙ্গীর আলম কে এই কর্মশালায় সময় দেওয়ার জন্য।

তিনি বলেন, আমরা যে কমিউনিটির জন্য বিভিন্ন ফেরামে কাজ করছি গ্লোবালই এক সাথে কাজ করলে আমাদের লক্ষ্য অর্জন সহজ হবে। তিনি কৃতজ্ঞতা জানান সিমকাকে ও কোলকে যারা এই আন্দোলনে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য।

নইমুল হক জোয়ার্দার টিটু, এডি, ডিনেট, ঢাকা সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি কথা দিচ্ছি সব সময় আপনাদের সহযোগিতা করব। কোন কাজ ভালো ভাবে শিখতে হলে কাজ করার সময় নিজেকে প্রশ্ন করবেন কি করছেন? কেন করছেন? কম্পিউটারের প্রতিটিবিষয়ই যৌক্তিক যদি কোন বিষয় মনে হয় মিলছে না তাহলে আপনার নিজের কাজ খেয়াল করবেন তাতে ভুল আছে কিনা কারণ কম্পিউটারে কোন ভুল থাকে না কম্পিউটার করে যুক্তি দিয়ে।

উপস্থিত অংশগ্রহণকারীদের প্রত্যাশা:  ই-কনটেন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা  এ সম্পর্কে ধারণা পাব এবং নিজের কর্মক্ষেত্রে ব্যবহার করতে সক্ষম হব  বেশি বেশী জানব ও অভিজ্ঞতা বাড়াব  কমিউনিটি রেডিও তে ব্যবহার করব

সাবিত্রি সিং, প্রিন্সিপাল, আচারিয়া নরেন্দ্র দেব কলেজ, দিল্লি, ইন্ডিয়া সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের দক্ষতা বাড়াতে ইন্টারনেটে অনেকগুলি ওয়েব সাইট রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের চিন্তা চেতনা উপস্থাপন ও অন্যদের চিন্তা চেতনার প্রতিফলন ঘটাতে পারি। আমরা আজ এই রকম একটি ওয়েব সাইটের সাথে পরিচিত হব। যার মাধ্যমে আমরা নিজেরা নিজের চিন্তা তুলে ধরতে সক্ষম হব অন্যরা তাদের চিন্তা শেয়ার করবে ফলে আমরা অনেক শিখতে পারব। এই ওয়েব সাইডটির নাম ইউকিএডুকেটর।

তিনি বলেন আমরা হাতে কলমে শিখব এটি খুবই সহজ। আপনাদের যদি কোন প্রশ্ন থাকে আপনারা সাথে সাথে বিজ্ঞাসা করবেন কোন রকম সংকোজ করবেন না। ভাষার ক্ষেত্রে আমি আপনাদের বোঝার জন্য হিন্দি ও ইংরেজি ব্যবহার করব।

যেবিষয়গুলি শেখানো হয়েছে তা পরপর বর্ণনা করা হলো-

নতুন এ্যাড্রেস খোলা প্রথমেই wikieducator.org ওয়েবসাইটটি খুলুন এবং ক্রিয়েট একাউন্টের মাধ্যমে আপনাদের নামে নতুন একাউন্ট খুলুন। সে ক্ষেত্রে একই নামে একটি একাউন্ট খোলা যাবে এবং একাউন্ট নাম ও গোপন b¤^i খাতায় লিখে রাখুন।

এরপর এডিট অফশনে গিয়ে আপনার তথ্যগুলো যুক্ত করুন। এখন আমরা শিখব কিভাবে তথ্যগুলি লিখতে ও সাজাতে হয়।

Bold : Select ward and press bold to the table

Italic : Select ward and press italic to the table

List Number : Type # before on the sentence

List Bullet : Type * before on the sentence

Title : Type == before and after on the sentence

Sub-title-1 : Type === before and after on the sentence

Sub-titile-2 : Type ==== before and after on the sentence

External link : Type [1] full address in the third bracket If we want to see Rupantar/any name then type | after the full address and write Rupantar/that you want to see

Internal Link : Type main page Last on of the full address If we want to see users pages/any internal link, use space after the name of the name

Watch : Watch what changes in your account

History : If you want you go to previous year/month/day

Edit : Add/Edit everything in your account

Discussion : Go to discussion tool and Write something

Add Image : [Image:Hossain1.jpg] add image

Image Size : [Image:Hossain2.jpg | Left | 100 px]

Gallery : Click form field icon on the bar and change the gallery and name caption. and upload your image

Create a new page : Type Name of page

Create a sub page : Type /Name of page

Add symbol : open symbol page and copy the code and paste then write

Info box : Very easy if you go to any accounts and copy her/his info box then past it in your edit box and change information. Note- Info start Template:And close


নোট:  আপনার পছন্দমত তথ্যাদি যুক্তকরার জন্য এডিটএ গিয়ে লিখুন ও সেভ করুন  যে সকল চিহ্নগুলো প্রথমে ব্যবহার করবেন সেগুলি বাক্যের শেষেও ব্যবহার করুন  অন্য কোন ইউজার এমনকি আপনার একাউন্ট-এ তথ্য যুক্ত করতে চাইলে অবশ্যই সাইন ইন করে ঢুকুন  কোথাও কোন ছবি বা লেখা যুক্ত করতে গেলে অবশ্যই সেটি আপনার নিজস্ব ¯^Ë¡ না হলে যুক্ত করা থেকে বিরত থাকুন।  কোন বিষয়ে কিছু জানার প্রয়োজন হলে উইকিএডুকেটর বিস্তারিত রয়েছে সেটি পাঠ করুন  এতে প্রচুর জায়গা রয়েছে আপনি আপনার ইচ্ছামত ইস্যু যুক্ত করতে পারেন  ছবির ক্ষেত্রে ২ মেগাবাইটের বেশী ধারণ ক্ষমতা সম্পন্ন ছবি যুক্ত করা যাবে না