L4C Dhaka/Feedback from participants

From WikiEducator
Jump to: navigation, search

My dream after training/Workshop (last Day)

Dear Friend,

I am pleased to inform all that after completion of the training/workshop I back my area and called a discussion meeting with my staff. Then I want to them some innovative idea for development some content(like improve stoves, alternative Harbel Tea, fish culture, utilization of waste etc). After received idea I develop some content and published in WIKI. I think day by day all content will more developed and lastly I collect the content and start work for implementation on the content. During implementation I always share my progress with my Wiki friend and take necessary suggestion.

--Sjouk 06:37, 15 December 2009 (UTC) Coordinator SJOUK, Gaibandha, Bangladesh


Esay Now_Training এর 2nd Day

কালকের থেকে আজ বুজতে একটু সহজ হয়েছে। অনেক নকতুন বিষয় শিখতে পেরে বেশ ভাল লাগছে। এগুলো অবশ্যই আমার কাজে লাগবে।আগের থেকে অনেক বিষয়ে কাজ করতে অনেক সহজ হবে,যেমন ছবির কাজ। কমর্ স্থলে কজ করতে গিয়ে হয়ত কছুটা সমস্যা হতে পারে তবে চেষ্টা করব সফলতার সাথে কাজ করার। সব মিলে ৪ দিনের ট্রেনিং আমার জন্য খুবই ভাল লেগেছে। গুরুত্বপূর্ন একটা বিষয় শিখতে পেরেছি বলে আমার মনে হয়েছে। ধন্যবাদ সবাইকে।

--Dipa 06:19, 15 December 2009 (UTC)


Esay Now_Training সেশনটির নামের সাথে কাজের মিল আছে বটে; কিন্তূ সময় প্রয়োজনের চেয়ে কম হওয়ায় বিষয়টির অনেক জায়গা যেমন- অডিও ভিডিও আপলোড করে তা প্লে করে দেখা সম্ভব হয়নি বিধায় কর্মস্থলে ফিরে গিয়ে সফলতার সাথে কাজ করা কিছুটা কঠিন মনে হচ্ছে। wikieducator & Easy Now দুটি সেশনের উপর এডভান্স ট্রেনিঙ এর ব্যবস্থা করলে ট্রেনিঙ এর ১০০% সফলতা আসবে বলে আমি মনে করি।

--Roushan Ara 06:11, 15 December 2009 (UTC)

আজকের ট্রেনিং আমার কাছে সম্পূর্ন নতুন। আমি আগে এ বিষয়ে জানতাম না। তবে কিছুটা বুজতে সমস্যা হয়েছে। Streming Slid Show & Vidio আপলোড করতে পারিনি। তবে কিভাবে করতে হবে তা বুজতে পেরেছি। বিষয়টি অবশ্যই ভাল লেগেছে এবঙ আমার অনেক কাজে লাগবে।

--Dipa 11:55, 14 December 2009 (UTC)



Dear Savithri Madam,

It was actually a very nice training and your facilitation skills touched me much. I learned many things from this training. This training introduced me with a new world and this world will help me to change my life as I'm working with Education as well as Educational Content. I'm very grateful to you, D.Net and CEMCA.

Stay fine Madam. Hope to see with you again and get a chance to learn more from you. --Asad-uz-zaman 10:40, 13 December 2009 (UTC)


I have learn many things from this training.This training introduced me with a new knowledge and this knowledge will help me to change my community. I can put here many contents to this page. Thanks a lot D.Net & Dr.Savithri.

--Foez 11:03, 13 December 2009 (UTC)


আমরা গ্রামের মানুষের সাথে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা লিখবো এলাকার বিভিন্ন তথ্য আপলোড করবো। বিভিন্ন অভিজ্ঞতা উল্লেখ করবো। কোন সমস্যায় পড়লে তা জানাবো এবং সমাধান করে তা কাজে লাগাবো

--Mr. Akhtar 11:20, 14 December 2009 (UTC)


আমার কাছে Wikieducator বিষয়টি নতুন। কর্মশালা শেষ হওয়ার পর স্থানীয় বিষয় যত তথ্য আছে যেগুলো দেশ ও মানুষের উপকার আসে তা আমি Wikieducator Web Site তুলে ধরব। কর্মশালায় অংশ গ্রহণ করার ফলে আমার জীবনে নতুন অভিজ্ঞতা যোগ হল। সে জন্য আমি এবং প্রতীক ট্রাষ্ট পল্ল ী তথ্য কেন্দ্র এর পক্ষ থেকে আন্তরিক অভিন্দন জানায়। আর সেই সাথে ধন্যবাদ জানাই ড. সভিত্ত্র সিং এবং D.Net সকল কর্মকর্তাদের।

--Baharul Islam 10:33, 13 December 2009 (UTC)


Dear Madam,

Thank you very much for providing the training course. I lean so much from the workshop. I use the method to develop new idea. Such as I made an creative innovative idea on improve stove. And published my wikieducator address. The all of my friend developed it. Which additional idea I use a new project design. Anyway I again thank Ms. Savithri Sign to provide the traning course.

Best regard

--Sjouk 10:25, 13 December 2009 (UTC) Bajlur Rahman Coordinator Samaj Jagoron O Unnayan Kendra Gaibandha, Bangladesh.

wikieducator Training-এ আমার অনুভুতি" (1)

   * History
   * Move
   * Watch

wikieducator Training এ আমরা শিখেছি,কিভাবে একটি ইউজার পেজ তৈরী করতে হয় এবং কিভাবে এখানে কজ করতে হয়। এখানে ছবি ,ভিডিও,পিডিএফ ফাইল আপলোড করা যায়। আমি আমার পেজটিকে স্থানীয় কনটেন্ট এর ছবি এবং ভিডিও আপলোড করব। যেখান থেকে সবাই আমর দেওয়া তথ্য জানতে পারবে। এটি আমি অন্যদেরও শেখাবো। এটি আমাদের জন্য খুবই সুন্দর একটা বিষয়। ধন্যবাদ জানাই সভির্থিরী ম্যমকে তিনি আমাদেন সুন্দর করে বুঝিয়েছেন। আশা করছি আমরা ভাল ভাবেই কাজ করতে পারব। সবশেষে ধন্যবাদ জানাই ডি.নেট কে যারা আমাদের wikieducator Training করার সুযোগ দিয়েছেন।

--Dipa 10:35, 13 December 2009 (UTC)

আমি আলী আহম্মদ নোমান ,আমি দোল্লাই নোয়াব পুর বালিকা বিদ্যালয় পল্লী তথ্য কেন্দ্র থেকে এসেছি । আমার বিদ্যালয়ে প্রশিক্ষনাথীদের Wiki Educator ব্যবহার করে কিভাবে সহজেই স্হানিয় বিভিন্ন সমস্যার সমাধান করা যায় তা শিখাব । এবং এই অভিজ্ঞতা কে আরো বেশী বেশী কাজে লাগানোর চেষ্টা করব । ছাত্রীদের কে ইন্টারনেটে আরো বেশী উদবদ্ধ করব । আশা করি আপনাদের আর্শিবাদ থাকবে । --Aanuman 10:36, 13 December 2009 (UTC)

আমি আসছি ঝিনাইদহের হাঙ্গার ফ্রি োয়ার্ল্ড পল্লী তথ্য কেন্দ্র থেকে। আমি গত ২ দিন কিভাবে ইউজার পেজ তৈরী করতে হয় এবং কিভাবে এখানে কাজ করতে হয়। এখানে সচিত্র ছবি , বিভিন্ন ভিডিও,পিডিএফ ফাইল আপলোড করা যায়। আমার বেশ ভালো লাগছে। ট্রেনিংয়ের জন্য সাবিিত্র ম্যাডামকে ধন্যবাদ। তিনি খুব সুন্দর করে আমাদের বুঝােনার চেষ্টা করেছেন। আমি আশা করছি আগামীতে আরো এ ধরনের ট্রেনিং আয়োজন করা হবে এবং আমাদের সেখানে রাখা হবে। আমি এই বিষয়ে আমার এলাকায় যারা কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছে তাদের উদ্বুদ্ধ করব। --Bipas 10:36, 13 December 2009 (UTC)

wikieducator Training পেয়ে বক্তিগত ভাবে বেশ উপকৃত। wikieducator ব্যবহার করে স্থানীয় কনটেন্ট এর উপর বিভিন্ন তথ্য ছবি সহ দিতে পারব এবং অনলাইনে সকলের সাথে জ্ঞান বিনিময়ের একটি বিশাল জায়গা পেয়েছি বলে খুব ভাল লাগছে।

--Roushan Ara 11:02, 14 December 2009 (UTC)

প্রশিক্ষণে আমার মতামত

আমি মো: কামাল মিয়া, মৌলভীবাজার_ওয়াফ পল্লী তথ্য কেন্দ্র থেকে আসছি । আমার wikieducator সম্পর্কে পূর্বে কোন ধারনা ছিল না ।এখনে খুব সুন্দর ভাবে wikieducator ও contain Adio/vidio add: করতে হয় তা শিখলাম । এখানে সচিত্র ছবি , বিভিন্ন ভিডিও,পিডিএফ ফাইল আপলোড করা যায়। আমার বেশ ভালো লাগছে। এরজন্য সাবিিত্র ম্যাডামকে ধন্যবাদ। তিনি খুব সুন্দর করে আমাদের বুঝােনার ও শিখানোর চেষ্টা করেছেন। আমি আশা করছি আগামীতে আরো এ ধরনের ট্রেনিং এর আয়োজন করে আমাদেররক নিত্ব নতুন বিষয় শিখানোর জন্য।

--Kamal Ahmed 07:09, 15 December 2009 (UTC)