Herbal Medicine Presentation
শিরোনাম: দুর্ব্বা ঘাসে রক্ত ঝড়ারোধ
নাম: মো: আকতারুজ্জামান মৃধা প্রতিষ্ঠান/ কেন্দের নাম: উদয়ন পল্লীতথ্য কেন্দ্র ঠিকানা: গ্রাম: পুটিমারী, ডাকঘর: খামারধনারুহা, উপজেলা: সাঘাটা, জেলা: গাইবান্ধা। মোবাইল ফোন নম্বর: +৮৮ ০১৭১২ ৩২৬১৮২ ই-মেইল ঠিকানা: akhtarudayan@gmail.com
আবিস্কারকের নাম ও পরিচিতি: গ্রামে অনেক দিন ধরে ব্যবহার হয়ে আসছে কোন প্রবীন ব্যক্তি বলতে পারেনি কোন সালে আবিস্কার হয়েছে।
গুনাগুন ও ব্যবহার পদ্ধতি: শরীরে কোন অংশ কেটে গেলে দুর্ব্বা ঘাসের চাবিয়ে লাগিয়ে দিলে তাত্ক্ষনিক রক্ত ঝড়া বন্ধ হবে এছাড়াও দুর্ব্বা ঘাসের ২৫০ গ্রাম রস বেড় করে হালকা গরম করে ২-১ লোকমা লবন দিয়ে সেবন করলে মেয়েদের অতিরিক্ত রক্তশ্রাব বন্ধ করে। প্রতিদিন ২ বার সেবন করতে হবে।
মুল বিষয়বস্তু:
- আমাদের পরবর্তী প্রজন্ম এ বিষয়টি সম্পর্কে জানবেন।
- মানুষকে দুর্ব্বা ঘাস কিনতে হবে না।
- রোগ দুরুত্ব সেরে যায়।
- সব সময় বাড়ীর আসে পার্শ্বে, জমির পার্শ্বে ও ভিটে বাড়ীতে পাওয়া যায়।
শিরোনাম: (স্থানীয় নাম) আটসরের গাছ দিয়ে দাতের ব্যথা কমায়
আবিস্কারকের নাম ও পরিচিতি: আবু তোয়াব সরকার আক্কাস স্থানীয় আয়ুর্বেদিক চিকিত্সক তিনি নিজের দাতে ব্যথা পাওয়ায় সুফল পেয়েছেন।
গুনাগুন ও ব্যবহার পদ্ধতি: আটসরের ডালদিয়ে দাত মেছওয়াক করলে দাত দিয়ে রক্ত ঝড়া, দাতের ব্যাথা কমে যাবে এবং আটসরের ফুল দিয়ে রস তৈরী করে খেলে প্রসাবের জ্বালা পোড়া বন্ধ হয়ে যাবে। প্রতিদিন সকাল ও বিকালে আটসরের ডাল দিয়ে দাত মেছওয়াক করতে হবে।
মুল বিষয়বস্তু:
- আমাদের পরবর্তী প্রজন্ম এ বিষয়টি সম্পর্কে জানবেন।
- মানুষকে আটসরের ডাল ও ফুল কিনতে হবে না।
- রোগ দুরুত্ব সেরে যায়।
- সব সময় বাড়ীর আসে পার্শ্বে, জমির পার্শ্বে ও ভিটে বাড়ীতে পাওয়া যায়।