Harbal Medecine Calmaga

From WikiEducator
Jump to: navigation, search
ঔষধী উদ্ভিদ (কালম্যেঘা )
Asdf.jpg

নাম: মো: মহসীন হাওলাদার. প্রতিষ্ঠান : গনগবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন (গউফ). কেন্দ্রের নাম: পল্লী তথ্য কেন্দ্র (গউফ). ঠিকান : গ্রাম: মহিদিয়া, ইউনিয়ন: চাঁচড়া,উপজেলা: সদর,জেলা: যশোর,পোষ্ট কোর্ড: ৭৪০০, মোবাইল: ০১৭২৫৭৫৭৩৮৩. ইমেইল : pkgouf1@gmail.com অথবা mahasin.dnet@gmail.com


বিভিন্ন ঔষধী গুনের অধীকারী কালম্যেঘা
Bori.jpg

আবিষ্কারকেরনাম: মোছা: মর্জিনা বেগম স্বামী: রেজাউল বিশ্বাস গ্রাম: মাহিদিয়া, কারিকর পাড়া পোষ্ট: রুদ্রপুর থানা: কোতয়ালী উপজেলা: সদর জেলা: যশোর পোষ্ট কোর্ড : ৭৪০০

বিষয়বস্তু

এই উদ্ভিদের স্থানীয় নামই কালম্যেঘা। এই উদ্ভিদের পাতা তুলে পরিস্কার শিলে ভাল করে পিশতে হবে এবং মন্ড তৈরী করতে হবে। এর পর এই মন্ড দিয়ে ছোট ছোট বড়ি তৈরী কারতে হবে এবং রোদে ভাল করে শুকাতে হবে। এর পর একটি কাচেঁর পাত্রে সংরক্ষন করতে হবে।

'কালম্যঘা গুনাগুন ও ব্যবাহরবিধী'

গুনাগুন কালম্যেঘা থেকে তৈরী বড়ি খেলে পেটের গুড়া কৃমি দূর হয়. রাতের জ্বর. পুরাতন জ্বর, পেটের ব্যাথা অতিরিক্ত মাথা যন্ত্রনা গ্যাস ইত্যাদী রোগের উপকার হয়ে থাকে। মোটকথা এই গাছের অনেক ঔষধী গুন আছে।

'ব্যাবহারবিধী'

প্রতিদিন সকালে বাঁশী পেটে খেতে হয়। তবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে একটি বড়ি এবং প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দুইটি বড়ি খেতে হবে। সবচেয়ে বড় কথা হল এর কোন পার্শপ্রতিক্রিয়া নেই।

উপসংহার

কালম্যেঘা একটি ভেষজ উদ্ভিদ এই উদ্ভিদের অনেক ঔষধী গুনাগুন আছে। তবে রোগ যত দিন না সেরে যাবে ততদিন এই বড়ি তৈরী করে খেতে হবে।

                                   ধন্যবাদান্তে
                                  মো: মহসীন
                              পণ্ণীতথ্য কেন্দ [গউফ]
                                      যশোর
Hawlader.jpg