১৯৭১
১৯৭১ সালের ঘটনাপঞ্জী।
Contents
ঘটনা তালিকা
জানুয়ারি
- জানুয়ারি ৪ : জাতীয় মুজাহিদ সংঘ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পৃথকীকরণ ও পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পুস্তিকা প্রকাশ করে।
মার্চ
- মার্চ ৭ : ঢাকা শহরের রেসকোর্স ময়দান এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক জনসভায় তার ঐতিহাসিক ভাষণ দেন। এ ভাষণে সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিলেও তিনি জনগণকে য়ুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
- মার্চ ২৪ : জেনারেল ইয়াহিয়া খান বাংলাদেশ ত্যাগ করেন। তার সাথে বাংলাদেশে বসবাসরত অনেক পাকিস্তানী নাগরিক পাকিস্তান চলে যায়। বাংলাদেশী নাগরিকদের বিমান বন্দরে প্রবেশাধিকার নিষিদ্ধ থাকে।
- মার্চ ২৫ : এই দিন দিবাগত রাতে পাকিস্তানী সেনাবাহিনী ঢাকা সহ সারা দেশে বাঙ্গালীদের উপর আক্রমণ শুরু করে। ইতিহাসে তা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
- মার্চ ২৬ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পক্ষে আওয়ামী লীগের নেতা জনাব আব্দুল হান্নান বাংলাদেশের স্বাধীনতার ঘোষনাপত্র পাঠ করেন।
- মার্চ ২৭ : মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র দখল করেন এবং সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা দেন। এই ঘোষণা শুনেই বাংলাদেশের সাধারণ জনতা বুঝতে পারে যে দেশ স্বাধীন এবং এখন লক্ষ্য হচ্ছে বিজয় অর্জন। দেশবাসী যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে।
এপ্রিল
- এপ্রিল ১০ : স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয়।
- এপ্রিল ১৭ : মেহেরপুর জেলার মুজিবনগরের বৈদ্যনাথতলায় স্বাধীন বাংলাদেশ সরকারের প্রতিনিধি ও মণ্ত্রীরা শপথ গ্রহন করে।
ডিসেম্বর
- ডিসেম্বর ৩ : বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয় এবং ভারতীয় সৈন্যরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ শুরু করে।
- ডিসেম্বর ১৪ : যুদ্ধে পরাজয় নিশ্চত বুঝতে পেরে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। এ দিনটিকে বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।
- ডিসেম্বর ১৬ : বিকাল ৫ টা ৩০ মিনিটে রমনা রেস্কোর্স মাঠে মিত্র বাহিনীর প্রধান জগজিৎ সিং অরোরা'র কাছে পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান সেনাপতি জেনারেল এ কে খান নিয়াজী আত্মসমর্পণ করেন। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এ সময় বিমান বাহিনী প্রধান এ কে খন্দকার (তৎকালীন গ্রুপ ক্যাপ্টেন) উপস্থিত ছিলেন।
জন্ম
মৃত্যু
জানুয়ারি-মার্চ
এপ্রিল-জুন
- মে ৭ - রণদাপ্রসাদ সাহা বিখ্যাত বাঙালি সমাজসেবক এবং দানবীর, পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হন।
জুলাই-সেপ্টেম্বর
অক্টোবর-ডিসেম্বর
af:1971am:1971 እ.ኤ.አ. an:1971 ar:1971 arz:1971 ast:1971 av:1971 ay:1971 az:1971 bat-smg:1971 be:1971 be-x-old:1971 bg:1971 bh:१९७१ bpy:মারি ১৯৭১ br:1971 bs:1971 ca:1971 cbk-zam:1971 co:1971 cs:1971 csb:1971 cv:1971 cy:1971 da:1971 de:1971eo:1971et:1971 eu:1971 fa:۱۹۷۱ (میلادی) fi:1971 fo:1971frp:1971 fy:1971 ga:1971 gan:1971年 gd:1971 gl:1971 gn:1971 gv:1971hif:1971 hr:1971. ht:1971 (almanak gregoryen) hu:1971 hy:1971 ia:1971 id:1971 ilo:1971 io:1971 is:1971 it:1971 ja:1971年 jbo:1971moi nanca jv:1971 ka:1971 kg:1971 kk:1971 kn:೧೯೭೧ ko:1971년 ksh:Joohr 1971 ku:1971 kv:1971 во kw:1971 la:1971 lb:1971 lij:1971 lmo:1971 ln:1971 lt:1971 m. lv:1971 map-bms:1971 mdf:1971mk:1971 mr:इ.स. १९७१ ms:1971 nah:1971 nap:1971 nds:1971 nl:1971 nn:1971 no:1971 nov:1971 nrm:1971 oc:1971 os:1971-æм аз pam:1971 pdc:1971 pi:१९७१ pl:1971qu:1971 rmy:1971 ro:1971sah:1971 scn:1971 se:1971 sh:1971 simple:1971 sk:1971 sl:1971 so:1971 sq:1971 sr:1971 su:1971 sv:1971 sw:1971th:พ.ศ. 2514 tk:1971 tl:1971 tr:1971 tt:1971 ty:1971 uk:1971 uz:1971 vec:1971 vi:1971 vls:1971 vo:1971 wa:1971 wuu:公元1971年 yo:1971 zea:1971zh-min-nan:1971 nî zh-yue:1971年