হৃদয়ের শব্দাবলী
From WikiEducator
হৃদয়ের শব্দাবলী
মাহ্মুদুল হক ফয়েজ
সিংহাসন নয় ময়ূরাসন নয় কোন কিছু নয়
শুধু তোমার পাশের আসনে বসে
চুলের গন্ধ নিতে চাই ।
মধ্যরাতে হঠাৎ পালাবে ঘুম
তারপর অবিন্যস্ত চুলে হাত রেখে
সুখের অন্বেষায় ছুটে যাব ।
অসভ্যতায় নাড়াবনা তনু ছড়াবনা হাত
শুধু তোমার চুলে স্তনাগ্রে হাত রেখে
চোখের পাতায় চুমু খাব-
শুধু চুমু খাব ।।