হার্ডডিস্কের জায়গা খালি করুন

From WikiEducator
Jump to: navigation, search


হার্ডডিস্কের জায়গা খালি করুন

হার্ডডিস্ক ড্রাইভে যথেষ্ট পরিমাণ জায়গা থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায়, কোনো জায়গাই আর ফাঁকা নেই। এ রকম হলে মাই কম্পিউটারে ঢুকে Tools/folder option/view-এ গিয়ে Hide protected operating system files(recommended) থেকে টিক চিহ্ন তুলে দিন এবং show hidden files and folders অপশনটি নির্বাচিত করুন। এখন যে ড্রাইভের জায়গা পূর্ণ হয়ে আছে সেখানে গিয়ে দেখুন system volume information নামের একটি ফোল্ডার আছে। ওই ফোল্ডারের ভেতরের সব ফাইল মুছে ফেলুন, ফোল্ডারটি মুছবেন না। এভাবে প্রতিটি ড্রাইভে এই নামের ফোল্ডার পাবেন এবং এই ফোল্ডারটি খালি করবেন। তাহলেই হার্ডডিস্কের জায়গা খালি হবে। কাজ শেষ হলে Tools/folder option/view অপশনে গিয়ে Hide protected operating system files(recommended)—এ টিক চিহ্ন দিয়ে সিস্টেম ফাইলগুলো পুনরায় লুকিয়ে ফেলবেন।


--Foez 23:28, 24 August 2010 (UTC)