হাতকড়া

From WikiEducator
Jump to: navigation, search

হাতকড়া

মাহমুদুল হক ফয়েজ


অবশেষে খুব রাত্রি বেলা
আমার ঘরের কড়া নেড়ে
দোর গোড়ায় এসে দাঁড়ালে।

কুয়াশায় জড়ানো একটা চকচকে
চাকু হাতে তুলে বল্লে,
এখন যাকে ইচ্ছে তুমি খুন করো।

আমি নির্দ্বিধায় নিকষ কালো নির্জীব
বেয়াড়া রাত্রিকে খুন করে
এই রক্তাক্ত সকালকে নিয়ে এলাম।

শতাব্দী
আমাকে হাতকড়া পরাও।


--Foez 17:55, 11 September 2010 (UTC)