স্বদেশ চিনেছে আমাকে

From WikiEducator
Jump to: navigation, search

স্বদেশ চিনেছে আমাকে

মাহ্‌মুদুল হক ফয়েজ


প্রেম নয় সোহাগ নয় আমার স্বদেশ চিনেছে আমাকে
মধ্যরাতে কোকিলেরা ডেকে উঠে, রজনী পোহাবে বলে-
জোৎস্নারা কথা বলে, শিশিরে জাগে অজস্র পুন্নিমা চাঁদ
রজনী চলে যায়, সকাল হলে পাখিরা ডানা মেলে
জলাঙ্গীর জল নড়ে উঠে কিশোরীর হাতের ছোঁয়ায়,
প্রেম নয়, সোহাগ নয়, আমার স্বদেশ চিনেছে আমাকে ।

বিষন্ন দুপুর চলে গেলে আসে পুলকিত বিকাল রমনী-
মনিকা নামের মেয়েরা হেঁটে যায় রেখে যায় ছাপ ছাপ ছায়া
ললাটের লাল টিপে চুমু খায় গোধূলীর রং ।

সব কিছু লীন হবে ফুরাবে পৃথিবীর সমস্ত ফানুস
কেবল স্বদেশ জেগে রবে হৃদয়ের কোমল কোঠায়;
প্রেম নয় সোহাগ নয় আমার স্বদেশ চিনেছে আমাকে।।



--Foez 07:30, 15 September 2010 (UTC)