স্বদেশের গান
From WikiEducator
স্বদেশের গান
মাহ্মুদুল হক ফয়েজ
কেন আজ আমাদের দরিদ্র বেশ
মাঠে মাঠে ধান ফলিয়ে মোরা
গড়বো এবার সোনার স্বদেশ ।
বুকে আছে আশা হাতে আছে বল
আমরা নবীনা নব কলরল ;
মাঠে মাঠে ফলবে সোনালী ফসল
সোনার দেশ হবে রূপেতে উছল ।
ক্ষয়ে ক্ষয়ে আমরা হবনা’ক শেষ
গড়বো এবার সোনার স্বদেশ ।
মাঠ হবে আমাদের জীবন বাসর
চোখ হবে আমাদের শানিতের শর
রূপালী কাস্তে প্রেমিক দোসর
বন্ধুতে বন্ধুতে জমবে আসর।
আজ উল্লাসে উল্লাসে ধরি নব বেশ
গড়বো এবার সোনার স্বদেশ ।।
মাহ্মুদুল হক ফয়েজ
--Foez 12:33, 17 September 2010 (UTC)