সোনার কাঠি
From WikiEducator
সোনার কাঠি
মাহমুদুল হক ফয়েজ
সবুজ কচি হিরের ছটা
নতুন সাজে জীবন সাজা,
আঁধার দেশের আঁধার হটা
নিত্য তালে মাদল বাজা।
পড়ে আছে বুড়োরা শব
পঁচা গন্ধে বাতাস ভারী,
ঝড়ো হাওয়ায় তাড়িয়ে দে না
ঘুচারে সব আহাজারী।
কচি হাতের সোনার কাঠি
জাগিয়ে দে রে ঘুমের মানুষ,
চোখ হারাদের তুই যে বাতি
দে উড়িয়ে জয়ের ফানুস।
মাহমুদুল হক ফয়েজ