সহজে ভিডিও ফাইল রূপান্তর করুন

From WikiEducator
Jump to: navigation, search


সহজে ভিডিও ফাইল রূপান্তর করুন


বিভিন্ন কারণে ভিডিও ফাইল অন্য ফরম্যাটে কনভার্ট (রূপান্তর) করার প্রয়োজন হয়। অডিও-ভিডিও অন্য ফরম্যাটে রূপান্তর করার একটি সফটওয়্যার হচ্ছে আইওয়াইসফট ফ্রি ভিডিও কনভার্টার। এই সফটওয়্যারে প্রায় সব ফরম্যাটের অডিও-ভিডিও সমর্থন করে। এর মধ্যে AVI, MPEG, VOB, ASF, WMV, MP4,ÊAVCHD, FLV, MKV, RM, MOV, 3GP, H.264/AVC, DivX, XviD ফরম্যাটের ভিডিও এবং MP3, MP2, WMA, WAV, OGG, M4A, AC3, AAC, RA, APE, FLAC, AIFF, MPA ফরম্যাটের অডিও অন্যতম। এসব ফরম্যাটের অডিও-ভিডিও এক থেকে অন্য ফরম্যাটে রূপান্তর করা যাবে। এ ছাড়া সরাসরি ভিডিওকে PSP, Zune, iPod, iPhone, Apple TV, PS3, Xbox, Creative Zen, Archos এবং অন্যান্য মাল্টিমিডিয়া ডিভাইস উপযোগী করা যাবে। আর অন্য ফরম্যাটে রূপান্তর করার সময় ভিডিও ক্রোপ করা, লোগো যোগ করা, লেখা যুক্ত করা যাবে। ৯ মেগাবাইটের এই সফটওয়্যারটি www.easy-video-converter.com থেকে নামানো যাবে। —মেহেদী আকরাম


--Foez 11:48, 24 August 2010 (UTC)