সহজে আইপি লুকিয়ে রাখুন

From WikiEducator
Jump to: navigation, search


সহজে আইপি লুকিয়ে রাখুন

বিভিন্ন কারণে ইন্টারনেট প্রটোকল (আইপি) লুকানোর (হাইড) প্রয়োজন হয়। বিশেষ করে, ব্লক করা ওয়েবসাইটে যেতে বা অন্যান্য কারণে একাধিক আইপি ব্যবহারের প্রয়োজন পড়লে। আইপি লুকানোর জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, তবে এগুলো খুব একটা ভালো সার্ভিস দেয় না। তবে আইপি লুকানোর করার দারুণ একটি সফটওয়্যার হচ্ছে হটস্পট শিল্ড। সফটওয়্যারটি দ্বারা নিশ্চিত আইটি হাইড করা যাবে এবং তা যেকোনো আইপি চেকার সাইটের মাধ্যমে পরীক্ষা করা যাবে। এ জন্য www.hotspotshield.com থেকে ছয় মেগাবাইটের মতো এই সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি উইন্ডোজের সব সংস্করণ ও ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থন করে। ইনস্টল করার পরে সিস্টেমট্রেতে লাল রঙের আইকন দেখা যাবে। এই আইকনে ক্লিক করে Connect/On এ ক্লিক করলে ওয়েব ব্রাউজারে নতুন একটি পেজ খুলবে এবং হটস্পট শিল্ড সার্ভারের সঙ্গে কানেক্ট হবে এবং কিছুক্ষণ পরে Connected লেখা আসবে এবং সিস্টেম ট্রের আইকনটির রং সবুজ হবে। পরবর্তী সময়ে মূল আইপিতে ফিরে আসতে বা নতুন আইপি পেতে ডিসকানেক্ট করতে চাইলে ওই সবুজ আইকনে ক্লিক করে Disconnect/OFF এ ক্লিক করলেই হবে।


--Foez 23:46, 24 August 2010 (UTC)