সভ্যতার গল্প
From WikiEducator
সভ্যতার গল্প
মাহ্মুদুল হক ফয়েজ
লাঙ্গল এবং পৌরুষ
দু’ জমজ ভাই ।
একদিন লাঙ্গল বল্ল-
আমি মাটিকে চষে ফেলতে চাই ।
মাটি ওলট পালট হতে হতে
কাতুকুতু খেল, খিলখিল করে হাসলো ।
পাতা গজালো গাছ গজালো
ফুল ফুটলো ফল পাকলো ।
মাটি বল্ল, বাহঃ ।
পুরুষ বল্ল, বেশ
আমিও নারীকে চষে ফেলবো-
নারী কাতুকুতু খেলো
খিলখিল করে হাসলো,
সাগরে জোয়ার হলো
মস্ত বড় চাঁদ উঠলো আকাশে
নারী বল্ল, বাহঃ ।
সেই থেকে প্রথম সভ্যতা শুরু হলো ।