ল্যাপটপের ব্যাটারির যত্ন নিন
From WikiEducator
ল্যাপটপের ব্যাটারির যত্ন নিন
ল্যাপটপের ব্যাটারির যত্ন নিন
ল্যাপটপ কম্পিউটার ভালোভাবে চালাতে ব্যাটারির যত্ন নিতে হয়। নানা কারণে ল্যাপটপের ব্যাটারির আয়ু কমে যায়। ‘ব্যাটারি কেয়ার’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে ল্যাপটপ ব্যাটারির যত্ন নিতে পারেন। মাত্র ১.২৮ মেগার এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2011/12/battery-care-software-free-download.html থেকে নামিয়ে নিন। এখন সফটওয়্যারটি ল্যাপটপে ইনস্টল করুন। খেয়াল করুন, সবার নিচে ডানে টাস্কবারে Battery Care নামে একটি নীল আইকন এসেছে। আইকনে ক্লিক করে Show অপশনে যান। এখান থেকে আপনি আপনার ল্যাপটপের ব্যাটারি, সিপিইউ ও হার্ডডিস্কের বর্তমান তাপমাত্রা দেখতে পারবেন এবং সে অনুযায়ী অতিরিক্ত তাপমাত্রার হাত থেকে ব্যাটারি রক্ষা করে ব্যাটারির আয়ু দীর্ঘ করতে পারেন। এটি স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারির কার্যক্ষমত পর্যবেক্ষণকরবে।