লেখার সময় বন্ধ রাখুন ল্যাপটপের টাচপ্যাড

From WikiEducator
Jump to: navigation, search

লেখার সময় বন্ধ রাখুন ল্যাপটপের টাচপ্যাড

ল্যাপটপ কম্পিউটারে মাউসের কাজ করার জন্য টাচপ্যাড থাকে। এই অংশটি খুবই স্পর্শকাতর হয়ে থাকে। কিবোর্ডে কিছু লেখার সময় প্রায়ই ব্যবহারকারীদের সমস্যা হয়ে থাকে। এখনকার বেশিরভাগ ল্যাপটপে প্রয়োজন অনুযায়ী টাচপ্যাড চালু বা বন্ধ করার জন্য বাটন দেওয়া থাকে। যেমন—ডেল ব্র্যান্ডের কম্পিউটারে Fn+F5 বোতাম একসঙ্গে চেপে টাচপ্যাড সক্রিয় বা বন্ধ করা যাবে। তবে অনেক কম্পিউটারেই এই কাজগুলো করার জন্য সরাসরি কোনো বোতাম দেওয়া থাকে না। যদিও প্রয়োজন অনুযায়ী Control Panel\Mouse Properties\Touch Pad অপশন থেকে এ কাজটি করা যায়। এত ধরনের অপশন খুঁজে কাজটা করা কঠিন। সহজ হলো টাচপ্যাড প্যাল নামের সফটওয়্যার ব্যবহার করা। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহারের উপযোগী এই সফটওয়্যারটি বিনা মূল্যে http://bit.ly/TouchPadPal ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিতে পারেন।সফটওয়্যারটির বিশেষ সুবিধা হলো, ল্যাপটপ কম্পিউটারে কিছু লেখার সময় স্বয়ংক্রিয়ভাবে টাচপ্যাড বন্ধ থাকবে এবং লেখা বন্ধ করে দিলে আবার আগের মতো ব্যবহার করা যাবে। সফটওয়্যারটি ইনস্টল করার পর এটি সিস্টেম ট্রেতে চালু থাকবে এবং ব্যবহার করার জন্য কোনো ধরনের সেটিংস পরিবর্তন করার প্রয়োজন হবে না।


--Foez 04:48, 25 August 2010 (UTC)