লুকিয়ে রাখা ফাইল খুঁজে বের করুন

From WikiEducator
Jump to: navigation, search

লুকিয়ে রাখা ফাইল খুঁজে বের করুন

ভাইরাস এবং ওয়ার্মের কারণে অনেক সময় কম্পিউটারে সংরক্ষিত বিভিন্ন ফাইল অদৃশ্য (সুপার হাইড) হয়ে যায়। কিছুতেই ওই সব ফাইল খুঁজে পাওয়া যায় না। তবে হিডেন ফাইল টুল নামের একটি সফটওয়্যারের সাহায্যে সুপার হাইড ফাইল খুঁজে বের করতে পারেন। মাত্র ২৬ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি http://mediafire.com/?3ytqnijjvey ঠিকানা থেকে নামিয়ে নিন। এখন জিপ ফাইলটি খুলুন এবং দুবার ক্লিক করে সফটওয়্যারটি চালু করুন। যে ড্রাইভে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি লুকিয়ে আছে Browse করে সেটি দেখিয়ে দিন এবং Search অপশনে ক্লিক করুন। এখন ওই ড্রাইভে থাকা সব লুকানো ফাইলের তালিকা দেখা যাবে। আপনার কাঙ্ক্ষিত ফাইলের নামের ওপর ক্লিক করে চিহ্নিত করুন এবং ডান পাশে Change অপশনে ক্লিক করুন। তাহলেই লুকানো ফাইলটি প্রদর্শিত হয়ে যাবে। একইভাবে আপনি যেকোনো ফাইল লুকিয়েও রাখতে পারবেন। এ জন্য Change অপশনে ক্লিক করার আগে Hidden অপশনে টিক চিহ্ন দিয়ে নেবেন।


--Foez 03:06, 25 August 2010 (UTC)