লিমেরিক-৪
লিমেরিক
মাহ্মুদুল হক ফয়েজ
(১)
হা-ও নেই রা-ও নেই
কেবল হা হুতাস,
বুকের ভিতর জমা অছে
ভীষণ দীর্ঘশ্বাস।
(২)
বুকের ভিতর বুক থাকেনা
বুক থাকে তার মুখে,
বুকের ভিতর কি অছে তার
দুঃখ থাকে সুখে।
(৩)
মেঘ গুর গুর মেঘ গুর গুর
বৃষ্টি নামেনা,
বৃষ্টি নামে দুচোখে তার
কেউ তো দেখে না।
(৪)
জ্বলছে আগুন জ্বলছে আগুন
আরো দ্বিগুন বুকে,
দুঃখ বুঝি এমন তরো
জ্বলছে ধুঁকে ধুঁকে।
(৫)
ভালোবাসার একটি গোলাপ
সাতরাজারই ধন,
কোথায় খুঁজিস ওরে ক্ষেপা
এইতো আপন জন।
(৬)
আমার ভিতর আমি থাকি
তার ভিতরে তুমি
তার ভিতরে একটি গোলাপ
তোমার প্রতিধ্বনি।
(৭)
ঐতো গাড়ি ওইতো টাকা
ঐতো দ্বিতল বাড়ি,
ঐখানেতেই হৃদয় তোমার ?
সুখ যে সারি সারি !!
(৮)
আমার ভিতর আমি থাকি
আমার রাজ্য জুড়ে,
একটি পাখি গাইছে কেবল
তোমার সুরে সুরে।
(৯)
ঐ তো আকাশ ঐ তো বাতাস
ঐ তো সুখের নীড়,
সবুজ বনের রঙ্গিন পাখি
হৃদে করে ভীড়।
(১০)
বুক দুর দুর বুক দুর দুর
মুখ তো ফোটে না
দীঘল বুকে প্রেমের গোলাপ
কেউ তো দেখে না।
(১১)
কোন গগনের শশী তুমি
কোন কাননের ফুল
আপন ভূবন ফেলে এসে
করলে কিগো ভুল
(১২)
আমার ভিতর তুমি থাক
তোমার ভিতর আমি
মাঝখানে তার বেজায় ফাঁকা
জানে অন্তর্জামী।
(১৩)
কার আঙ্গিনায় কোন ভাবনায়
টোকা দিলি মন
বদ্ধ দুয়ার খুলবে কি তার
করবে কি আপন।
(১৪)
দেখতে এসে দেখাই তুমি দিলে
চোখের কোনে
মিষ্টি হেসে
হৃদয় তুমি নিলে।
(১৫)
কেমন করে বলবো তারে
আমার মনের কথা,
হৃদয় জুড়ে বইছে এখন
বিষম নিরবতা।
(১৬)
নীরবে কেটেছে দিবস আমার
নীরবে কেটেছে রাত,
নীরবে হেনেছে হৃদয় আমার
প্রণয়ের অভিসম্পাত।
(১৭)
চোথের ভিতর চোখ
তোমার চোখের
একটু চাওয়া
জীবন জাগার স্লোক ॥
(১৮)
রঙ দেখেছো রঙ ?
শাওন রাতের
নিকষ কালো
অন্ধকারের রঙ !
রঙ দেখেছো রঙ !
মাহ্মুদুল হক ফয়েজ