লাশ

From WikiEducator
Jump to: navigation, search

লাশ
মাহমুদুল হক ফয়েজ

একদিন খুব ভোরে
তুমি জেগে উঠে দরজা খুলে দেখলে
তোমার আঙ্গিনায় পড়ে আছে
তোমারই রক্তাক্ত লাশ।

বাতাবী নেবুর গাছটার নীচে
স্থির নিশ্চল তোমার নির্জীব লাশ।
কয়টা কাক, কয়টা টুনটুনি লাশটা ঘিরে
ইতি উতি ডাক দিয়ে যায়।

পুলিশ, হাসপাতাল, মর্গ, ময়নাতদন্ত
এই সব ঝুট ঝামেলা শেষে
চাপ চাপ রক্তের কফিনে মোড়া লাশ
তুমি ফের তোমার কাঁধে তুলে নিলে।

এই লাশ আর কর্পূরের গন্ধ মাখা দেশে
টুনটুনি আর কর্কশ কাকের দেশে
এই রক্তাক্ত খুন কফিনের দেশে
এক দিন তোমাকে খুন হতেই হবে।



--Foez 18:21, 14 September 2010 (UTC)