লজ্জা ঝুলে আছে
From WikiEducator
লজ্জা ঝুলে আছে
মাহ্মুদুল হক ফয়েজ
এখন তোমার উলঙ্গ শরীর ঢেকে আছে দুপুরের খর রোদে,
গলায় নীলাম্বরী শতছিন্ন শাড়ি; সেই কবে হৃদয়ের কম্পন
এনে বঁধু সেজেছিলে, তখন উপহারের পাহাড় থেকে
নীলাম্বরী শাড়ি হাতে নিয়ে সলাজ হেসেছিলে,
এখন তোমার গলায় সেই শতছিন্ন নীলাম্বরী শাড়ি ।
চারদিকে অগুনিত লোক, পুলিশ হাসপাতালের ডোম,
ছাত্র চেয়ারম্যান মফস্বল সাংবাদিক প্রাইমারী স্কুলের শিক্ষক
সবার চোখ স্তন নিতম্ব ছুঁয়ে যৌনাঙ্গে এসে ঠেকে;
লজ্জা ঢেকে দিতে তোমার নিরাভরণ লজ্জা উন্মুক্ত হয়ে আছে।
যেন এ তোমার ফাঁসি দেয়া শরীর নয়
ঝুলিয়ে রাখা অলৌকিক সাইনবোর্ড !
সবাই বানান করে দ্রুত পড়ে যায়-
‘আমার লজ্জা নয়, তোমাদের সবার লজ্জা ঝুলে আছে’ ।