র‌্যাম রাখুন ফ্রি

From WikiEducator
Jump to: navigation, search

র‌্যাম রাখুন ফ্রি

উইন্ডোজে চলতি প্রোগ্রামের সংখ্যা বেশি হলে র‌্যামের ব্যবহার বেড়ে যায়। ফলে র‌্যাম ফ্রি-এর পরিমাণ কমে গেলে কম্পিউটারের গতি কমে আসে। র‌্যাম ফ্রির পরিমাণ কমে গেলে র‌্যামরাশ সফটওয়্যারের মাধ্যমে র‌্যাম ফ্রির পরিমাণ বাড়িয়ে নেওয়া যায়। এই সফটওয়্যারটি র‌্যামকে ডিফ্রাগমেন্ট করে। ফলে কিছুটা ফ্রি করা হয় এবং কম্পিউটারের গতি বাড়ে। এ ছাড়া র‌্যাম যদি কখনো আট শতাংশের কম ফ্রি হয়ে যায়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে র‌্যামের ব্যবহার অপটিমাইজ হবে এবং র‌্যামের ফ্রি জায়গা বাড়বে। এ ছাড়া ইচ্ছামতো সময়ে অপটিমাইজ করা যায়। এই সফটওয়্যারটি http://freeandfreeware.blogspot.com/2009/07/ramrush-optimize-memory-free-up-ram.html থেকে নামানো যাবে।


--Foez 03:47, 25 August 2010 (UTC)