রিসাইকেল বিনের ব্যবস্থাপনা
From WikiEducator
রিসাইকেল বিনের ব্যবস্থাপনা
হার্ডডিস্ক থেকে কোনো ফাইল বা ফোল্ডার মুছে ফেললে তা রিসাইকেল বিনে চলে যায়। পরবর্তী সময়ে দরকার হলে তা রিসাইকেল বিন থেকে ফিরিয়ে আনাও যায়। আর দরকার না হলে রিসাইকেল বিন থেকে তা স্থায়ীভাবে মুছে ফেলা যায়। কিন্তু ব্যবহারকারী নির্দিষ্ট ড্রাইভের ফাইল রিসাইকেল বিন থেকে মুছে ফেলতে পারে বা দুই দিন, তিন দিন, এক মাস এভাবেও মুছে ফেলা যায়। এ রকম সুবিধা পাওয়া যাবে রিসাইকেল বিন এক্স সফটওয়্যার দ্বারা। মাত্র ১.১৮ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি ইনস্টল করলে রিসাইকেল বিনের কনটেক্স মেন্যুতে বাড়তি কিছু অপশন যুক্ত হবে; যার দ্বারা নির্দিষ্ট দিন আগের ফাইল মুছে ফেলা যাবে। এ ছাড়া রিসাইকেল বিন এক্স সফটওয়্যার চালু করলে আরও বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে। সফটওয়্যারটি www.fcleaner.com/recyclebinex থেকে নামানো যাবে।