মোমের পুতুল
From WikiEducator
মোমের পুতুল
মাহ্মুদুল হক ফয়েজ
আমি তো নই তোমার কোন মোমের পুতুল
যে, ধরেই মোম দানিতে সযত্নে রাখবে তুলে
ইচ্ছার কৃতদাস হয়ে যখন তখন থাকবো দাঁড়িয়ে
যেমন দাঁড়িয়ে থাকে বিরান মাঠে নিষ্পত্র বৃক্ষ ।
আমি তো নই তোমার কোন মোমের পুতুল
যে, তোমার সন্মুখে শরীর মেলে ধরলেই
সুদৃশ্য আঙুলের নখের আঁচড়ে আঁকবে উল্কি
যেমন কাঠঠোকরা ক্ষত বিক্ষত করে দেয় নিষ্পাপ বৃক্ষরাজি।
আমি তো নই তোমার কোন মোমের পুতুল
যে, হৃদয়ের বারুদ জ্বেলে সুতায় জ্বালাবে অগ্নিদাহ
যেমন নীরব প্রতিবাদহীন জ্বলতে থাকে
উন্মত্ত যুবকের দগ্ধ ঠোঁটের ফাঁকে নিঃশব্দ সিগার।
আমি তো নই তোমার কোন মোমের পুতুল
যে, গলে গলে নতজানু হবো তোমার প্রেমের বিবরে।