মুছে যাওয়া ফাইল ফিরিয়ে আনুন
From WikiEducator
মুছে যাওয়া ফাইল ফিরিয়ে আনুন
বিভিন্ন কারণে কম্পিউটার থেকে ফাইল মুছে (রিসাইকেল বিন থেকেও) যেতে পারে। মুছে যাওয়া এসব ফাইল চিরতরে হারিয়ে যায় না। মুছে যাওয়া এসব ফাইল ফিরিয়ে আনা যায় বিভিন্ন ডেটা রিকভারি সফটওয়্যার দ্বারা। এ রকমই একটি সফটওয়্যার হচ্ছে পিসি টুলস ফাইল রিকভারি। এই সফটওয়্যার দ্বারা সহজেই মুছে যাওয়া ফাইল ফিরে পাওয়া যায়। পিসি টুলস ফাইল রিকভারি সফটওয়্যারটি http://softandebook.blogspot.com/2009/11/pc-tools-file-recover-75.html থেকে নামাতে পারবেন।