বেদনা
From WikiEducator
বেদনা
মাহ্মুদুল হক ফয়েজ
এক নিকষ আন্ধকারে
সারা রাত আমার বুকে
মাথা গুঁজে রাখলে।
তোমার নাকের ঘ্রাণ
নোলকের খোঁচা
চুড়ির শব্দ
একটি রাত নির্ঘুম করে রাখলো। একটি সকালের জন্য
সবাই ব্যাকুল হলো ।
ভোর হোতেই তুমি নিঃশব্দে
ফিসফিস করে বল্লে,
যাই..।
আমার বুকে বিদ্ধ হলো
একটি রাত্রি হারাবার তীব্র বেদনা ।
মাহ্মুদুল হক ফয়েজ
--Foez 14:09, 30 August 2010 (UTC)