বিভিন্ন ধরনের ভিডিও কনভার্টার
From WikiEducator
বিভিন্ন ধরনের ভিডিও কনভার্টার
ভিডিও কনভার্ট বা রূপান্তরের বিভিন্ন সফটওয়্যার থাকলেও সব ধরনের ভিডিও ফাইল কনভার্ট করার মতো ফ্রি সফটওয়্যার খুব কমই আছে। তেমনি একটি ওপেন সোর্স ভিডিও কনভার্টার হলো ফুল ভিডিও কনভার্টার ফ্রি। ভিডিও কনভার্টারটিতে রয়েছে AVI, MPEG, WMV, DivX, MP4, MKV, MOV, 3GP, FLV ইত্যাদিসহ বিভিন্ন ফরমেটে ভিডিও কনভার্ট করার সুবিধা। ভিডিও ফাইল থেকে MP3, WMA, WAV, RAW, M4A, AAC ইত্যাদিসহ বিভিন্ন অডিও ফরমেটে কনভার্টের সুবিধাও রয়েছে; রয়েছে একই সঙ্গে একটি ভিডিও ফাইল একাধিক ফরমেটে কনভার্ট করাসহ আরও অনেক সুবিধা। সফটওয়্যারটি বিনা মূল্যে নামানো করা যাবে
www.brothersoft.com/full-video-converter-free-443401.html এই ঠিকানা থেকে।