বিজয় সঙ্গীত
From WikiEducator
বিজয় সঙ্গীত
মাহ্মুদুল হক ফয়েজ
বিজয়ের এই দিনে উদ্দাম উচ্ছাসে
তোমাদের মনে পড়ে বন্ধুরা,
জানা অজানা কত রক্ত স্রোতে
জেগে উঠে ফের এই বসুন্ধরা,
তোমাদের মনে পড়ে বন্ধুরা ।
শকুনের শ্বাপদ নখর ভেঙ্গে
হৃদয়ের গাঢ় লাল রক্ত ঢেলে
এনে দিলে সুন্দর স্বদেশ ভূমি
দিকে দিকে সোনালী আলোয় ভরা,
তোমাদের মনে পড়ে বন্ধুরা ।
ফের যদি কোনোদিন শ্বাপদ শকুন
উড়ে এসে নিতে চায় বাঙ্গালীর খুন
তোমাদের সেই পথে হব আগুয়ান
স্বদেশ আমার হোক চির অমরা,
তোমাদের মনে পড়ে বন্ধুরা ।।
মাহ্মুদুল হক ফয়েজ
--Foez 08:48, 17 September 2010 (UTC)