বালক রাজা

From WikiEducator
Jump to: navigation, search

বালক রাজা
মাহ্‌মুদুল হক ফয়েজ

চৌরাস্তার মোড়ে আমি দাঁড়িয়ে আছি
একটু পরেই ফাটবে বোমা ভাংবে শহর
ভীষন বেগে ছুটবে বাতাস উড়বে ধোঁয়া
গাছ গাছালি উথলে যাবে উবুর হবে ।

চড়ই শালিক কাক পাখিরা মেলবে পাখা
সবাইতো আর উড়তে গিয়ে উড়বে না আর,
কেউবা হঠাৎ থমকে যাবে, কারো যাবে ডানা ভেঙ্গে
খোঁড়া হয়ে কতক আবার হোঁচট খাবে, ছিটকে যাবে।

চৌরাস্তার মোড়ে আমি দাঁড়িয়ে আছি
চোখ বুজলেই দেখতে যে পাই ঘটছে কিছু,
কিন্ত্ত আমি বালক রাজা, থামবে ট্রাফিক কোন ভরসায়
ললিপপ আর চুষনী চুষে, সাজে কি আর তামাক সাজা।



মাহ্‌মুদুল হক ফয়েজ

--Foez 12:44, 17 September 2010 (UTC)