বদল করবো

From WikiEducator
Jump to: navigation, search


বদল করবো


মাহমুদুল হক ফয়েজ

আমি স্থান বদল করবো
এখানে লতা গুল্ম নাই,
ঝোপনাই অফুরন্ত ছায়ার।
কোকিলেরা ডাকেনা এখানে,
পাখিরা করেনা কোলাহল।

আমি সমাজ বদল করবো
এখানে হৃদয় নাই, ভালোবাসা বলে কিছুই নাই-
কফিনে শরীর ঢেকে নির্বাসিত হয়ে গেছে
মায়াবী সুখের ফুটফুটে শিশু গুলো।

আমি সমস্ত কিছু বদল করে নিয়ে যাবো
আমার নিজের কপাল লয়ে ছুটবো নিরুদ্দেশে
পুড়ে ছাই করে দিয়ে যাবো আমার সমস্ত
স্থাবর অস্থাবর সম্পত্তি ও সম্পদ।

আমি নতুন স্থান চাইবনা কারো কাছে
দুয়ারে দাঁড়িয়ে করবোনা চিৎকার-
‘আমাকে তোমাদের মাঝে স্থান করে দাও
কাছে টেনে নাও মাংসল বুকের ভিতর’।

আমি আমাকে বদল করে নিয়ে যাবো
সীমাহীন অফুরন্ত মায়াবী জ্যোৎস্নায় ॥


--Foez 19:04, 28 August 2010 (UTC)