বড় সাহেব

From WikiEducator
Jump to: navigation, search

বড় সাহেব

মাহমুদুল হক ফয়েজ


এত্ত বড় সাহেব তিনি ভাই
নাকে পরেন চশমা তিনি
গলায় পরেন টাই ।
সারা গায়ে সেন্টু মাখেন
দিনে রাতে গাড়ি হাঁকেন
অভাবি কেউ এলে বলেন
পয়সা আমার নাই ।
এত্ত বড় সাহেব তিনি ভাই ।
কালো টাকার পাহাড় গড়ে
সাহেব হলেন তাই ।

ইস্কাটনে বাড়ি করেন
ইন্টারকনে ডিনার ধরেন,
কোর্মা কাবাব খেয়ে বলেন
কি আর এমন খাই ;
এত্ত বড় সাহেব তিনি ভাই ।।


মাহমদুল হক ফয়েজ


--Foez 13:53, 30 August 2010 (UTC)