ফেসবুকে অনুবাদ করুন ভিন্ন ভাষা
ফেসবুকে অনুবাদ করুন ভিন্ন ভাষা
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে অনেক সময় ভিন্ন ভাষীদের ভাষা অনুবাদ করার প্রয়োজন হয়। নিজের ভাষায় প্রোফাইল তথ্য, স্ট্যাটাস ইত্যাদি থাকায় অনেকেই এসব লেখা বুঝতে পারেন না। বন্ধুত্ব থাকলেও ভাষা অন্য হওয়ায় অনেকেই পড়তে পারেন না বন্ধুর সব তথ্য। ওয়েবসাইট দেখার জনপ্রিয় মুক্ত সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্স ব্যবহার করে ইচ্ছে করলে আপনি যেকোনো ভাষার লেখা অনুবাদ করে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে ফেসবুক ট্র্যান্সলেট নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অন)। অ্যাড-অনটি https://addons.mozilla.org/en-US/firefox/ addon/159637/ ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স পুনরায় চালু করুন। এখন ফেসবুকে ঢুকুন। খেয়াল করুন ফেসবুকে সব স্ট্যাটাস, ওয়াল, বার্তা ইত্যাদির সঙ্গে Translate নামে একটি অপশন এসেছে। এই অপশনে ক্লিক করলে ভিন্ন ভাষার যেকোনো লেখা স্বয়ংক্রিয়ভাবে ইংরেজিতে অনুবাদ হয়ে যাবে।