ফাইল লুকানোর অপশন হারিয়ে গেলে

From WikiEducator
Jump to: navigation, search




ফাইল লুকানোর অপশন হারিয়ে গেলে


উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সময় ভাইরাসের কারণে ফোল্ডার অপশন থেকে ফাইল লুকানোর অপশনটি অদৃশ্য হয়ে যায়। এ রকম হলে Start/Run-এ গিয়ে regedit লিখে ইন্টার চাপুন। এখন HKEK_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current version\Explorer\advanced অপশনে যান এবং ডান পাশের মেনু থেকে Hidden অপশনে দুবার ক্লিক করুন। এরপর value data হিসেবে 1 লিখে ok করুন। তাহলেই দেখবেন ফোল্ডার অপশন ফিরে এসেছে।