ফাইল কপি বা মুভ করুন সহজে
ফাইল কপি বা মুভ করুন সহজে
অনেক সময় আমাদের এমন কিছু ফাইল খুব দ্রুত কপি বা কাট করে অন্য ড্রাইভে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। ফাইলে কপি করে আবার নির্দিষ্ট ড্রাইভে গিয়ে পেস্ট করা অনেক সময় ঝামেলাদায়ক হয়ে যায়। যদি মাউসের ডান বাটনে Copy To I Move To নামে দুটি অপশন যোগ করা যায়, তাহলে যেকোনো ফাইল কপি ও মুভ করা যাবে সহজে। এ জন্য প্রথমে Start মেন্যু থেকে Run-এ গিয়ে টাইপ করুন regedit এবং এন্টার চাপুন। এখন এই ডিরেক্টরিটি খুঁজে বের করুন HKEY_CLASSES_ROOT\AllfileSystemObjecs\shelles\ContextMenuHandlers; এখন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে দুটি নতুন Key বানান, একটার নাম দিন Copy To, আরেকটার নাম দিন Move To। এখন default-এ ডবল ক্লিক করে Copy To-এর জন্য লিখুন: {C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13} এবং Move To-এর জন্য লিখুন: {C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13} এবং Move To-এর জন্য লিখুন {C2FBB631-2971-11d1-A18C-00C04FD75D13}। ওপরের ভেলুগুলো ঠিক যেভাবে আছে, সেভাবে দেবেন। এবার বের হয়ে যেকোনো ফাইলে রাইট বাটনে ক্লিক করলে দেখতে পাবেন Copy To ও Move To অপশন দেখা যাবে। —মো. রাকিবুল হাসান