প্রবীণ শিয়িত্রী ফাতেমা খাতুনের ইন্তেকাল
প্রবীণ শিক্ষয়িত্রী ফাতেমা খাতুনের ইন্তেকাল
লোক সংবাদ রিপোর্ট : নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষয়িত্রী মিসেস ফাতেমা খাতুন ২৫ এপ্রিল শুক্রবার সকাল এগারটায় ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিলাহি - রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন তিনি পিত্ত থলির জটিলতা ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁরা সকলেই স্ব স্ব কর্মক্ষত্রে প্রতিষ্ঠিত ও উচ্চ শিক্ষিত। দেশের প্রখ্যাত বুদ্ধিজীবী, কবি সাহিত্যিক, গবেষক ফরহাদ মজহার তাঁর দ্বিতীয় পুত্র। এছাড়াও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম রূপকার সিরাজুল আলম খাঁন তার ভাতুষ্পুত্র। মরহুমা ফাতেমা খাতুনের লাশ নোয়াখালী লক্ষ্মীনারায়নপুরে তার নিজ বাড়িতে জানাজা শেষে ২৬ এপ্রিল সকাল ৮টায় তার স্বামী মরহুম মফিজুল হকের কবরের পাশে চিরশায়িত করা হয়।