নিরাপদে বের করুন ইউএসবি ডিভাইস
From WikiEducator
নিরাপদে বের করুন ইউএসবি ডিভাইস
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউএসবি ডিভাইস যুক্ত করলে সবার নিচে ডানে Safely remove অপশন আসে। অনেক সময় ভাইরাসের কারণে এই অপশনটি হারিয়ে যায়। এ রকম হলে Start/Run-এ গিয়ে rundll32 shell32.dll, Control_RunDLL hotplug.dll লিখে এন্টার চাপুন। এরপর থেকে নিরাপদে ইউএসবি ড্রাইভ অপসারণ করার জন্য Safely remove অপশনটি পাবেন।