দ্রুত ফাইল কপি পেস্ট করুন

From WikiEducator
Jump to: navigation, search

দ্রুত ফাইল কপি পেস্ট করুন

নানা কারণে কম্পিউটারে বিভিন্ন রকমের ফাইল কপি পেস্ট করতে হয়। অনেক সময় ফাইল কপি পেস্টের প্রক্রিয়াটি ধীরগতির মনে হয়। এ রকম মনে হলে ‘সুপার কপিয়ার’ সফটওয়্যার ব্যবহার করতে পারেন। মাত্র ৪৭৫ কিলোবাইটের ছোট এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/08/super-copier-software.html ঠিকানা থেকে নামিয়ে পিসিতে ইনস্টল করুন। সফটওয়্যারটি ইনস্টল করলেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, যার ফলে কম্পিউটারে কোনো ফাইল/ফোল্ডার কপি/পেস্ট কিংবা মুভ করলে তা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ গতিতে সম্পন্ন হবে।


--Foez 23:50, 24 August 2010 (UTC)