তৈরি করুন নিজের ছবির ক্যালেন্ডার
From WikiEducator
তৈরি করুন নিজের ছবির ক্যালেন্ডার
নতুন বছরে অনেকেই ক্যালেন্ডার সংগ্রহ করেন। চাইলে নিজের ছবি দিয়েই তৈরি করা যায় নতুন বছরের ক্যালেন্ডার। এ জন্য www.calendarika.com ঠিকানার সাইটে যেতে হবে। এই সাইটে গেলেই ক্যালেন্ডারের অনেক নকশা পাওয়া যাবে। পছন্দের ডিজাইন বেছে নিতে হবে। পরের পৃষ্ঠায় Upload your main photo অপশনে ক্যালেন্ডারের প্রধান ছবি হিসেবে যে ছবিটি দিতে চান সেটি Upload করুন। এরপর Upload your background photo অপশনে ক্যালেন্ডারের পটভূমির ছবি Upload করুন। ক্যালেন্ডারের মাস ও বছর নির্বাচন করার জন্য Advance Option মেনুতে ক্লিক করুন। ইচ্ছে করলে Advance option থেকে আপনি ক্যালেন্ডারে নিজের নাম বা কোনো বার্তা লিখতে পারেন।
সবশেষে Next অপশনে ক্লিক করলেই তৈরি হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত ক্যালেন্ডার। ইমেজ ফরম্যাটে তৈরি হওয়া ক্যালেন্ডারটি আপনার পিসিতে সেভ করে রাখুন। —খালেদ মাহমুদ খান