তুমি যারে ভুলিয়াছ
From WikiEducator
তুমি যারে ভুলিয়াছ
মাহ্মুদুল হক ফয়েজ
তুমি যারে ভুলিয়াছ
আকাশও ভুলিছে তারে ।
নিঃশ্বাসে আড়াল করে
বিষন্ন হেনেছে তারে ।
ছায়াহীন তুমি যারে করিয়াছ
বৃক্ষ তারে দেয়নিকো ছায়া -
প্রখর রুক্ষতায় রুদ্রতায়
দিনে দিনে পুড়েছে তার কায়া ।
তৃষ্ণার্ত করিয়াছ তুমি যারে
সমুদ্র মিটায়নি তৃষ্ণা তার,
অঞ্জলী অঞ্জলী জলে
বাড়ায়েছে বুকের তৃষিত হাহাকার।
উষ্ণতা তুমি দাওনিক যারে
স্পর্শ করেনি মৃত্তিকা তারে-
দলিত মথিত লুন্ঠিত দেহ
দূরে তারে ছুঁড়িয়াছে বারংবার ।
তুমি যারে ভুলিয়াছ
আকাশও ভুলিছে তারে ।।
মাহ্মুদুল হক ফয়েজ