তুমি
From WikiEducator
তুমি
মাহ্মুদুল হক ফয়েজ
তুমি ছিলে অন্ধ যখন
অহরাত্রি ছিলেম তখন
আমার দু’চোখ মেলে ।
এখন আমি অন্ধ হলাম
দিলে তুমি দিগন্ত ছুঁই
বন্ধ দু’চোখ মেলে ।
তবু দোহাই
এই জড় কর-
একটুখানি দিও সময়
একটু অবসর ।।
মাহ্মুদুল হক ফয়েজ